চ্যানেল এস এর গাজীপুর মহানগর প্রতিনিধি পদে পদোন্নতি পাওয়ায় সংবর্ধনা ও শুভেচ্ছা।
মোঃ আলমগীর হোসাইন, কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি :কোনাবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ সালাহ উদ্দিন আহমেদ সম্প্রতি পদোন্নতি পেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এর গাজীপুর মহানগর প্রতিনিধি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ গাজীপুরের সাংবাদিকতা অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমরা আশাবাদী।
মোঃ সালাহ উদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের নানা সমস্যা তুলে ধরেছেন। তাঁর লেখনী এবং প্রতিবেদন সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করেছে। নতুন দায়িত্বে তিনি আরও সফল হবেন এবং গণমাধ্যমের সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করবেন—এটাই আমাদের প্রত্যাশা।
এই অর্জনের বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, আলহামদুলিল্লাহ,আমি অত্যন্ত আনন্দিত, চ্যানেল এস পরিবার, কোনাবাড়ী থানা প্রেসক্লাবের সকল সদস্য, গাজীপুরের সকল স্তরের সহকর্মী সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তার এই সফলতা আমাদের কোনাবাড়ী থানা প্রেসক্লাবের সকলের জন্য অত্যন্ত আনন্দের উল্লেখ করে কোনাবাড়ী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম রবিউল ইসলাম বলেন, যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে পদায়ন করার জন্য চ্যানেল এস এর সকল নীতি নির্ধারকদের কোনাবাড়ী থানা প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা রইল।
কোনাবাড়ী থানা প্রেসক্লাব ও গাজীপুরের সাংবাদিক মহল তাঁর এ অর্জনে গর্বিত। আমরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আরও সাফল্য কামনা করি।