শিকারীর হাত থেকে বাঁচতে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ হরিণের বাচ্চা

Share the post

আল হাবিব,সুনামগঞ্জ: শরীরে একাধিক আঘাতের চিহ্ন, হয়ত কোন শিকারীর হাত থেকে নিজেকে রক্ষা করতে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ চলে আসেন তিনি। আমি কোন গল্প বা কৌতুক বলছি না, আমি বলছি সুনামগঞ্জের দোয়ারা বাজার সীমান্তে পাড়ি দিয়ে বাংলাদেশে চলে আসা একটি হরিণের কথা। যাকে এক নজর দেখতে দুর দুরান্ত থেকে ছুটে আসে মানুষ। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের কাউয়ারগড় গ্রামের হাওর থেকে হরিণটি আটক করেন কৃষক মনফর আলী। খোজ নিয়ে জানা যায়, সকালে কাউয়ারগড় হাওরে হরিণটি দেখতে পায় হাওর থাকা কৃষকরা। পরে সবাই মিলে তাড়া করে এবং মনফর আলী হরিণটিকে আটক করতে সক্ষম হন। এবং হরিণটিকে নিজের বাড়িতে নিয়ে বেধে রাখেন। এদিকে হরিণ আটকের খবর পেয়ে সকাল থেকে মনফর আলীর বাড়িতে উৎসুক জনতার ভীড় জমে। হরিণ দেখতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন লোকজন। কষক মনফর আলী বলেন, আমরা হাওর পাড়ের মানুষ, আমাদের গ্রামে হরিণ দেখা যায় না। ভারতীয় বনাঞ্চল থেকে হরিণটি হয়ত কোন শিকারীর হাত থেকে নিজেকে বাঁচাতে সীমান্তের ওপার থেকে বাংলাদেশে চলে এসেছে বলে তাঁরা ধারণা করছেন। তিনি আরো বলেন, হরিণের বাচ্চাটির গায়ে আঘাত রয়েছে। পরে বন বিভাগের কর্মীরা এসে হরিণটি নিয়ে গেছেন। দোয়ারাবাজার উপজেলা বন কর্মকর্তা নিতীশ চক্রবর্তী জানান, হরিণ আটক হয়েছে এমন খবর পেয়ে আমরা হরিণের বাচ্চাটি আমাদের হেফাজতে এনেছি। হরিণের শরীরের একাধিক আঘাতের চিহ্ন সম্ভবত কোন শিকারীর হাত থেকে বাঁচতে হরিণটি সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ চলে আসে। এখন মৌলভীবাজার জেলার সংরক্ষিত বনাঞ্চলে এটিকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

শায়েস্তাগঞ্জে নারী ও শিশু মামলায় আসামী গ্রেফতার!

Share the post

Share the postস্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ কাওছার মিয়া কে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে নোয়াগাঁও(বাখরপুর এলাকা থেকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ মডেল থানায় নিয়ে আসেন। গ্রেফতারকৃত আসামী হলো- শায়েস্তাগঞ্জ উপজেলার নোয়াগাঁও(বাখরপুর) গ্রামের মৃত আছকির মিয়ার পুত্র মোঃ […]

সিলেটের দক্ষিণ সুরমা ওভারব্রিজ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাই

Share the post

Share the postসিলেট প্রতিনিধি : সিলেট শহরের দক্ষিণ সুরমার কদমতলি ওভারব্রিজ এলাকায় আল আরাফাহ ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখার সহকারী ছিনতাইয়ের শিকার হয়েছেন। জানা যায়, শাহিন নামের এক ব্যক্তির নিকট থেকে মঙ্গলবার (১ অক্টোবর)  বেলা সাড়ে ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কদমতলী ওভারব্রিজ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাই নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় […]