শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

Share the post
রহমান রাজিব, ববি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।
আজ বুধবার (১৪ মে) দুপুর ১টায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হয়ে প্রধান ফটক প্রদক্ষিণ করে পুনরায় গ্রাউন্ড ফ্লোরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে বক্তারা বলেন, ১৩ মে দিবাগত রাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রদল নেতা সাম্যকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। এ হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো ছাত্রসমাজকে টার্গেট করে চালানো পরিকল্পিত হামলার অংশ।ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য আরিফ হোসেন শান্ত বলেন, “দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের প্রাঙ্গণে প্রকাশ্যে একজন মেধাবী ছাত্রনেতাকে হত্যার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। জুলাই-আগস্ট পরবর্তী সময় থেকে ধারাবাহিকভাবে ছাত্রদল নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা চালানো হচ্ছে, সাম্য হত্যাকাণ্ড সেই ধারাবাহিকতারই অংশ। এর দায় সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না।”
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা আজমাইন সাকিব বলেন, “শাহরিয়ার আলম সাম্যর খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। গত ১৭ বছর ধরে একটি মহল পরিকল্পিতভাবে ছাত্রদল নেতাকর্মীদের ওপর বর্বর হামলা চালিয়ে আসছে। আমরা ইতিবাচক ও ক্যাম্পাসভিত্তিক গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, অথচ বারবার হামলার শিকার হচ্ছি। সাম্য হত্যার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উপাচার্যকে নিতে হবে। আমরা উপাচার্যের পদত্যাগ দাবি করছি।”
সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের পর্যায়ে নেতা কর্মীরা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ছাত্রদল নেতা ওয়াহিদুজ্জামানের উদ্যোগে ফুটবল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

Share the post

Share the postরহমান রাজিব, ববি প্রতিনিধি :বরিশাল বিশ্ববিদ্যালয়ে ( ববি ) ছাত্রদল নেতা মোঃ ওয়াহিদুজ্জামানের উদ্যোগে ফুটবল বিতরণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল মাদকমুক্ত ক্যাম্পাস গঠন, ক্রীড়া বিকাশ এবং ক্রীড়ামোদী শিক্ষার্থীদের উৎসাহিত করা। রবিবার ( ১০ অগাস্ট ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার মোঃ ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে আয়োজিত ফুটবল বিতরণ কর্মসূচি […]

ববি ছাত্রদল নেতা ওয়াহিদুজ্জামানের উদ্যোগে ফুটবল বিতরণ কর্মসূচি

Share the post

Share the postআব্দুল্লাহ আল মামুন, বরিশাল বিশ্ববিদ্যালয় : বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাদকমুক্ত ক্যাম্পাস, ক্রীড়া বিকাশ ও ক্রীড়ামোদী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে ফুটবল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট ২০২৫) সকাল ১১টা থেকে বিকেল ২টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও আবাসিক হলে ফুটবল বিতরণ করেন তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রনেতা মোঃ […]