শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন

Share the post
মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫।
১২ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান। এ সময় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এস.এম. মনিরুজ্জামান।
কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লিয়াকত হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদত হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মকবুল হোসেন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী, উপজেলা মৎস্য অফিসার ইলোরা ইয়াসমিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল আমিন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ মনোয়ার হোসেন, উপজেলা সমবায় অফিসার মোঃ রবিউল রানা এবং উপজেলা পরিসংখ্যান অফিসার মোহাম্মদ মোকলেছুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান বলেন, যুব উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য হলো যুব সমাজকে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে তোলা। আর্থিকভাবে স্বাবলম্বী হলে দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি যুব সমাজের উন্নয়ন সম্ভব। এজন্য দেশের প্রতিটি অঞ্চলে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে। এসব প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়, যা পরবর্তীতে ঋণ গ্রহণসহ বিভিন্ন কর্মক্ষেত্রে সহায়তা করে। তাই যুব সমাজের  উচিত এই প্রশিক্ষণগুলো গ্রহণ করা।
আরো বক্তব্য রাখেন ওসি মোঃ আসলাম আলী। তিনিও যুবকদের উন্নয়নে আর্থিক স্বাবলম্বীতার গুরুত্ব এবং যুব উন্নয়ন অধিদপ্তরের ভূমিকা  সম্পর্কে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জনকে বায়োগ্যাস প্রশিক্ষণের সনদপত্র এবং ২০ জনকে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণ বিতরণ করা হয়। এছাড়া বায়োগ্যাস প্রকল্পের জন্য ৩ জনকে মোট ৪ লাখ ৩০ হাজার টাকার ঋণ প্রদান করা হয়। সনদপ্রাপ্তদের মধ্যে একজন কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সাতক্ষীরা দেবহাটায় মাছের ঘেরে তরমুজ চাষ, কৃষকের মুখে হাসি

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা দেবহাটা উপজেলায় নোনা পানির মিশ্র মাছের ঘেরের উপরে দূর থেকে দেখলে মনে হবে সবুজ পাতার ছায়ায় ঝুলছে রঙিন ফলের মালা। কাছে গেলে বোঝা যায়, এগুলো অসময়ের তরমুজ। নিচে মিঠে ও লোনা পানির মিশ্র ঘেরে মাছের খেলা। ওপরে মাচায় ঝুলছে সুপ্রিম হানি, তৃপ্তি, ব্ল্যাক বেবি, সুগারকুইন আর […]

সাতক্ষীরায় ৭০ যুবকের মাঝে ৭৩ লক্ষাধিক টাকার ঋণ বিতরণ

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : প্রযুক্তি নির্ভর যুবশক্তি ও বহুপক্ষিক অংশীদারিত্বে অগ্রগতির প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা […]