শরনখোলায় মহানবী (স:) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
মোঃ নাজমুল ইসলাম ।। শরনখোলা প্রতিনিধি ঃ ফ্রান্সে হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে ব্যঙ্গ চিত্র প্রদর্শন করার প্রতিবাদে বাগেরহাটের শরনখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নে ইসলাম প্রিয় তাওহীদি জনতার ব্যানারে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মঙ্গলবার ( ৩ নভেম্বর)শরণখোলার আমড়াগাছিয়া বাজারে সড়কের উভয় পার্শ্বে স্থানীয় জনসাধারন দীর্ঘ লাইনে দাড়িয়ে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন।
এ সময় তারা বাজারের প্রধান প্রধান সড়কে তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মোস্তফা, বিশ্বনবীর অপমান সইবো নারে মুসলমান,দুনিয়ার মুসলিম এক হও এক হও এই স্লোগান কে সামনে রেখে বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধনে বক্তারা বলেন, নবীজিকে অপমান করলে আমরা মুসলমান তা সহ্য করবো না।আমাদের জীবন দিয়ে হলেও নবীজির সন্মান রক্ষা করবো এবং সেই সাথে সারাবিশ্বের মুসলমানদের এক হয়ে ফ্রান্সের বিরুদ্ধে শক্তহাতে প্রতিবাদ করার আহবান জানান।
বক্তারা বলেন, সারাবিশ্বের মুসলমানদের উপর যেভাবে অত্যাচার নির্যাতন চলে আসছে তা মানা যায় না। কর্মসূচি শেষ করে ফ্রান্সের প্রধানমন্ত্রীর ছবি জুতা–পিটা করে আগুনে পুড়িয়ে দেয়।