লোহাগাড়ায় পুকুরে মিললো মৃত্যু শিশুর লাশ
লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ায় পুকুর থেকে মোঃ বাদশা ( ৫ ) নামে এক নিখোঁজ শিশুর লাশ উদ্ধার কারা হয়েছেরোববার ( ১৩ জুন ) বিকেল সাড়ে ৫ টার দিকে পদুয়া ইউনিয়নের নয়া পাড়ায় পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু বাদশা ওই এলাকার মনজুর আলমের পুত্র।
পিতা মনজুর আলম জানায় প্রতিদিনের মত সকালে খেলতে বাইর হয় মোঃ বাদশা নামের এই শিশু। পরিবারের বিভিন্ন সদস্য কাজে ব্যস্ত থাকাকালীন এই ঘটনা ঘটে।স্থানীয় ইউপি সদস্য শব্বির আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার দিন বেলা ১২ টার পর শিশুটি বাড়ি থেকে নিখোঁজ ছিল। বাড়ি সদস্যরা যখন জানতে পারে শিশুটি নিখোঁজ। তার সন্ধানে ফেসবুক অনেকেই পোস্টও দিতে দেখা গেছে।
পরে অনেক খুঁজাখুঁজি পর বিকেল ৫ টার দিকে বাড়ির আঙিনায় অবস্থিত পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে শিশুটি সবার অগোচরে কোন এক সময় পুকুরে পড়ে শিশুটির মৃত্যু হয় ।তার মৃত্যুতে স্থানীয় ইউপি সদস্যসহ এলাকাবাসী শোক প্রকাশ করেছেন ।