লোহাগাড়ায় ট্রাক চাপায় নিহত ১০
চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ফরেস্ট অফিস এলাকায় ট্রাকের ধাক্কায় চার চাকার মিউজিক গাড়ির ১০ যাত্রী নিহত হয়েছে।
শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত আরও সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, চুনতি ফরেস্ট অফিস এলাকায় ট্রাকের ধাক্কায় চার চাকার মিউজিক গাড়ির ১০ যাত্রী নিহত হয়েছে।
গুরুতর আহত আরও সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে নিহত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি বলে জানান তিনি।