লালপুরে বাস খাদে পড়ে নিহত-১
মো. আশিকুর রহমান টুটুল,নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার নাটোর-পাবনা মহাসড়কে ওভারটেক করার সময় চঞ্চল নামের যাত্রীবাহি বাস খাদে পড়ে যায়। এঘটনায় জোৎসনা বেগম (৪৫) নামের এক যাত্রী নিহত হয়েছে। সে পাবনা জেলার চাটমোহর উপজেলার নড়াইখালি গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের গোদড়া এলাকাই এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, সকালে নাটোর-পাবনা সড়কের গোধড়া এলাকায় রাজশাহী গামী চঞ্চল নামের যাত্রীবাহি বাস (পাবনা ব-১১-০১২৩) ওভারটেক করার সময় খাদে পড়ে যায়। এসময় বাসের একজন যাত্রী গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা এসে আহত জোৎসনা বেগম কে উদ্ধার করে নিকটস্থ পাটোয়ারী ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরে বড়াইগ্রম হাইওয়ে থানার পুলিশে এসে খাদে পড়া বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বড়াইগ্রাম হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,‘বাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছে তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।’