লাথি দিয়ে স্ট্যাম্প ফেলার দায়ে ৩ ম্যাচ নিষিদ্ধ ও ৫ লাখ টাকা জরিমানা সাকিবের

Share the post

প্রিমিয়ার লীগের খেলায় মাঠে আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে তিন ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পেলেন এবারের লিগে মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান। একই সাথে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সাকিবও সে শাস্তি মেনে নেওয়ায় এ ঘটনায় আর কোনো শুনানি হবে না। তবে সাকিবের শাস্তি ঘোষনা নিয়ে এক দফা নাটক হয়ে গেছে এরই মধ্যে। সন্ধ্যা সাড়ে ৭টায় সংবাদ সম্মেলন ডেকেছিলেন বিসিবির সিসিডিএম প্রধান কাজী ইনাম আহমেদ। কিন্তু সাতটা বাজার একটু আগেই সে সংবাদ সম্মেলন বাতিল করা হয়।

একই ম্যাচে লেভেল-৩ পর্যায়ের অপরাধ দ্বিতীয়বার করলে সেটির শাস্তি ২ থেকে ৫ ম্যাচের বহিষ্কারাদেশ ও জরিমানা কমপক্ষে ২৫ হাজার টাকা।

শনিবার দুপুরের পর ম্যাচ রেফারি মোরশেদুল আলমের পাঠানো শাস্তির নোটিশ হাতে পান ওয়েস্টিন হোটেলে থাকা সাকিব। চিঠিতে সাকিবের বিরুদ্ধে লেভেল-৩ পর্যায়ের আচরণবিধি ভাঙার অভিযোগ এনে তাকে ৫ লাখ টাকা জরিমানা ও ৩ ম্যাচের বহিষ্কারাদেশ দিয়েছেন ম্যাচ রেফারি।

সাকিব অপরাধ স্বীকার করে নিয়ে চিঠিতে স্বাক্ষর করে দেওয়ায় এই শাস্তিই বহাল থাকবে। শাস্তির ব্যাপারে আপত্তি থাকলে শুনানিতে ডাকা হতো তাকে।

নিয়ম অনুযায়ী লেভেল–৩ পর্যায়ের অসদাচরণ প্রথমবার করলে শাস্তির বিধান আছে

কমপক্ষে ১ ম্যাচ থেকে সর্বোচ্চ ২ ম্যাচের বহিষ্কারাদেশ ও কমপক্ষে ২৫ হাজার টাকা জরিমানা। একই ম্যাচে লেভেল-৩ পর্যায়ের অপরাধ দ্বিতীয়বার করলে সেটির শাস্তি ২ থেকে ৫ ম্যাচের বহিষ্কারাদেশ ও জরিমানা কমপক্ষে ২৫ হাজার টাকা। দুই অপরাধের জন্যই ন্যূনতম ম্যাচে বহিষ্কার করা হয়েছে সাকিবকে। প্রথম অপরাধের জন্য ১ ম্যাচ ও দ্বিতীয় অপরাধের জন্য ২ ম্যাচ।

পরশু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে মোহামেডান অধিনায়ক সাকিব যেহেতু দুই বার এই আচরণবিধি ভঙ্গ করেছেন, তাকে শাস্তিও দেওয়া হয়েছে সেভাবে।

এর আগে মোহামেডান ক্লাবের এক কর্মকর্তা জানিয়েছিলেন, সাকিবকে চার ম্যাচের জন্য বহিষ্কার করা হতে পারে। গতকাল প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে স্টাম্পে লাথি মারেন সাকিব। পরে আরেকবার স্টাম্প উপড়ে ছুড়ে ফেলেন মাঠে। পরে অবশ্য ম্যাচটা জিতেছে সাকিবের মোহামেডানই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দুর্গাপুরে ধর্ষণের বিরুদ্ধে উত্তাল জনতা, দ্রুত বিচারের দাবি

Share the post

Share the postদুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি: মাগুরার শিশু আছিয়াসহ সারাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণার দুর্গাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে সময় সংস্কৃতি চর্চা কেন্দ্র ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রতিবাদী ব্যানার ও ফেস্টুন হাতে সড়কে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন […]

ন্যায় বিচারের নামে কারো প্রতি জুলুম হবে না, জালেম ও এখন থেকে রেহাই পাবে না – ডা. শফিকুর রহমান

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায় বিচারের নামে কারো প্রতি জুলুম হবে না, জালেম ও এখন থেকে রেহাই পাবে না। এ জন্যই আমাদের লড়াই। আছিয়া হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচার শুধু নই, বিচারের রায় ও কার্যকর করতে হবে। তাছাড়া আগামী ৯০ দিনের ভিতরে মামলার বিচার করে রায় […]