রোটারী ক্লাব চিটাগাং কমার্শিয়াল সিটির ৬৬ তম সভায় সিএমপি পশ্চিম’র অতি: উপ-পুলিশ কমিশনার জনাব এএএম হুমায়ন কবির, পিপিএম

Share the post

চ্যানেল২১ ডেস্ক   :     রোটারী ক্লাব অব চিটাগাং কমার্শিয়াল সিটির ৬৬তম পাক্ষিক সভা ২০ নভেম্বর ২০২০ চট্টগ্রাম ক্লাব কনফারেন্স কক্ষে ক্লাব সভাপতি রোটারিয়ান মোহাম্মদ ইউনুস, এমপিইচএফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি পশ্চিম’র অতি: উপ-পুলিশ কমিশনার জনাব এএএম হুমায়ন কবির পিপিএম।

সভায় অতিথি বক্তা বলেন-  দেশে বর্তমানে মাদকের গ্রাসে ইয়াবার থাবায় দেশের যুবসমাজ আজ বিপদগামী, কিশোর সমাজ অস্থির। সামাজিক অবক্ষয়ের কারনে সমাজে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বেড়েই চলেছে, সমাজে কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে ইভটিজিং ও বিভিন্ন অপরাধে লিপ্ত হচ্ছে, বন্ধ হচ্ছেনা শিশু ও নারী ধর্ষন, পারিবারিক এবং সামাজিক সংিসতা। সমাজ হতে সকল অপরাধ নির্মলে সরকার, পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে পাশাপাশি রোটারী যেভাবে সচেতনমূলক ও  সামাজিক আন্দোলন করছে এরকম সকল সামাজিক সংগঠনকে এগিয়ে আসার উপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও তিনি যৌথ পরিবারে বসবাস পারিবারিক বন্ধন বৃদ্ধিসহ শিশুদের আদর যতœ ভালোবাসা ও সুশানের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সকল অভিভাবকদের যথাযথ ভূমিকা রাখার প্রতি আহবান জানান।

সভায় বক্তব্য রাখেন ছিলেন- এসিস্ট্যান্ট গর্ভণর রোটা: আনোয়ারুল কবির কামরুল, আইপিপি রোটা: শাহীন আলম সরকার, পিইএফ, আরসি চিটাগাং ইমপেরিয়ালের সিপি রোটা:  নজরুল ্ইসলাম নান্টু, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ  মোহাম্মদ ইসহাক, ভিপি রোটাঃ ডা: বেলাল মাহমুদ, ভিপি রোটাঃ ভিপি সৈয়দ ইরফানুল আলম, ভিপি রোটাঃ মোহাঃ সেলিম উদ্দিন,জয়েন্ট সেক্রেটারী রোটা: শাহ জাহান সিরাজ, ডাইরেক্ট রোটা: ডা: বাসু রাজ চৌধুরী, ডাইরেক্ট মো: জিয়াউর রহমান, রোটা: অমল বড়–য়া, অতিথি মিসেস নন্দিনি দেব, আশরাফ, রোটার‌্যাক্টর, ফয়সাল আজিম, মনিশা, প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে আগুন, ২৫ শিক্ষার্থী আহত

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে রোহানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বুধবার দুপুরে ওই বিদ্যালয়ের তৃতীয় তলায় অবস্থিত বিজ্ঞানাগার ল্যাবে এ ঘটনা […]

আখাউড়ায় তিন হোটেল ব্যবসায়িকে জরিমানা

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা বাসি খাবার বিক্রির দায়ে তিন হোটেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন মঙ্গলবার বিকেলে আখাউড়া রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। উপজেলা প্রশাসন জানায়, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট […]