রোটারি ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া’র উদ্যোগে প্রেসিডেন্ট ফেলোশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত
আবির আহমেদ(কুমিল্লা প্রতিনিধি): আজ ২৯/১০/২০২০ইং রোজ বৃহস্পতিবার কুমিল্লা নগরীর ক্যাপসি ক্যাম্প কমিউনিটি সেন্টারে রোাটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া’র আয়োজনে “প্রেসিডেনশিয়াল ফেলোশিপ” নামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাসের এই ক্লান্তিলগ্ন কাটিয়ে আবারো রোটারির কার্যক্রম শুরু করার জন্য রোটারি গোমতী জোন এবং পদ্মা জোনের সকল রোটারি ক্লাবের সভাপতিগণদের নিয়ে আলোচনা সভা করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি তৈয়ব চৌধূরি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ রোটারিয়ান তৃপ্তিশ চন্দ্র,রোটারীয়ান ফারুক আহমেদ,রোটারিয়ান জামাল নাসের সহ গোমতী ও পদ্মা জোনের সকল প্রেসিডেন্ট বৃন্দ।