রোটারি ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া’র আইসিসি রোটারিয়ান শাহ জাবেদুল হক সাগর এর জন্মদিন উৎযাপন।

Share the post

আবির আহমেদ (কুমিল্লা প্রতিনিধি):  গতকাল ২৭ই অক্টোবর ২০২০ইং ইন্টার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া’র আয়োজনে রোটারি ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া’র আইসিসি রোটারিয়ান শাহ জাবেদুল হক সাগর এর জন্মদিন উৎযাপন করা হয়।
কুমিল্লা নগরীর ঝাউতলা আইসিসি রোটারিয়ান শাহ জাবেদুল হক সাগর এর নিজ বাড়িতে কেক কেটে ইন্টার‍্যাক্টোর’রা জন্মদিন উৎযাপন করেন।এ সময় রোটারি ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া’র আইসিসি রোটারিয়ান পিপি শাহ জাবেদুল হক সাগর, রোটারি ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া’র সাবেক সভাপতি রোটারিয়ান আব্দুল্লাহিল বাকি, রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া’র সাবেক সভাপতি রোটার‍্যাক্টোর সোহেল ভূঞা ইন্টার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া’র সাবেক সভাপতি ইন্টা. শেখ সাদি, ইন্টার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া’র সভাপতি ইন্টা. মেহেদী হাসান ইমন,সচিব ইন্টা. হাসিবুল শাহরিয়া,সহ-সভাপতি ইন্টা. রবিউল সানি, সাধারণ সম্পাদক ইন্টা. আবির আহমেদ এবং যুগ্ম সচিব ইন্টা. নাফি রহমান সহ ইন্টার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া’র অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

কুমিল্লার মণ্ডপে কোরআন রাখা ব্যক্তির পরিচয় মিলেছে

Share the post

Share the postসিসি ক্যামেরার ফুটেজ দেখে ইকবাল হোসেনকে চিহ্নিত করা হয়েছে বলে কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ জানিয়েছেন। বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তিনি সংবাদমাধ্যমকে জানান, পুলিশের একাধিক সংস্থার তদন্তে এটা সম্ভব হয়েছে। ইকবালকে গ্রেপ্তারে গত কয়েক দিন ধরে চলছে জোর অভিযান।পুলিশ জানায়, রাত আড়াইটা থেকে ভোর সাড়ে ৬টার মধ্যে কুমিল্লার পূজামণ্ডপে কোরআন রাখা হয়। সে […]

কুমিল্লার ঘটনায় পুলিশ ৪৩ জন আটক

Share the post

Share the postকুমিল্লা : কুমিল্লার ঘটনায় পুলিশ ৪৩ জনকে আটক করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন।বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।তিনি বলেন, কুমিল্লার ঘটনাটি অবশ্যই উসকানিমূলক। […]