

মোঃ আদিব রহমান (টাঙ্গাইল প্রতিনিধি): রোটারি ইন্টারন্যাশনাল সব সময় মানবকল্যানে কাজ করে থাকে এরই ধারাবাহিকতায় ১৫ অক্টোবর, ২০২০ তারিখ রোজ বৃহস্পতিবার সকালে রোটারি আন্তর্জাতিক জেলা ৭০৭০, কানাডার রোটারি ক্লাব অব টরেন্টো ডেনফোর্থ এবং রোটারি ক্লাব অব টাঙ্গাইল ও রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক ম্যাচিং গ্র্যান্টের মাধ্যমে টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের তাড়াই গ্রামের বন্যাদূর্গত ১৬০টি পরিবারের মাঝে বন্যা উত্তোর ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ এর ব্রহ্মপূত্র রিজিওনের জোন-২৩ এর ডেপুটি গভর্ণর রোটারিয়ান পিপি প্রফেসর ড. তাহমিনা খান, রোটারি ক্লাব অব টাঙ্গাইলের রোটারিয়ান আইপিপি মোঃ আব্দুল মুত্তালিব, রোটারিয়ান বিমল কুমার চন্দ, রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ, রোটারিয়ান আইপিপি বিপুল কান্তি ঘোষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক ও ইব্রাহিম খাঁ কলেজ, ভূঞাপুরের সাবেক অধ্যক্ষ জনাব মোঃ শওকত আলম, অর্জুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আইয়ুব আলী মোল্লাসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।