রায়পুরে মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযান: ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
আব্দুল্লাহ আল মামুন (লক্ষীপুর )রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার অন্তর্গত মেঘনা নদীতে অবৈধভাবে ইলিশ মাছ শিকারের অভিযোগে অভিযান পরিচালনা করে প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা ।
গতকাল ৮ অক্টোবর বুধবার রাত ১০টায় কোস্ট গার্ড স্টেশনের একটি দল মেঘনা নদীর রায়পুর অংশে এ অভিযান চালায়।এতে করে প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল করা হয়,জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা এবং মাছের মূল্য প্রায় ২০ হাজার টাকা।
রায়পুর কন্টিনজেন্ট কমান্ডার মো. হাফিজুল ইসলাম চ্যানেল টুয়েন্টি ওয়ান প্রতিনিধিকে জানান, অভিযানের সময় জেলেরা জাল ও মাছ রেখে পালিয়ে যায়। পরে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. আল আমিনের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার করা মাছ স্থানীয় অসহায় মানুষদের মাঝে ফ্রিতে বিতরণ করা হয়।
এদিকে সহকারী মৎস্য কর্মকর্তা মো. আল আমিন বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা (৪ থেকে ২৫ অক্টোবর ২০২৫) চলছে। এই সময়ে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।
তিনি আরও জানান, নিষেধাজ্ঞা চলাকালীন কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ নদী ও উপকূলে ২৪ ঘণ্টাব্যাপী টহল ও নজরদারি করছে যাতে করে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে।