রাবি খোকসা উপজেলা সমিতি নেতৃত্বে তারিকুল ও রিমা 

Share the post
সৈয়দ মাহিন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত খোকসা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘খোকসা উপজেলা সমিতি’-এর ২০২৪-২৫ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ও ঘোষণা করা হয়েছে।গত শনিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত এ্যারোস্টাইল নিবেদিত নবীনবরণ, প্রবীণ বিদায় ও বার্ষিক বনভোজন অনুষ্ঠানে নবীনদের বরণ ও প্রবীণদের বিদায়ের পাশাপাশি নতুন কমিটির প্রাথমিক রূপরেখা ঘোষণা করা হয়। পরে সদস্যদের মতামতের ভিত্তিতে আজ সোমবার (২৬ জুন ২০২৫) আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন তারিকুল ইসলাম (ফাইন্যান্স বিভাগ, চতুর্থ বর্ষ) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রিমা আক্তার (গণিত বিভাগ, মাস্টার্স)। তারা আগামী এক বছর সংগঠনের নেতৃত্বে থাকবেন।
কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড.সৈয়দ রফিকুল আলম রুমী, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. রঞ্জিত কুমার বিশ্বাস,  ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সৈয়দ এম এ ছালাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. খালেদউজ্জামান (মিজান), ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. ফিরোজ হোসেন তোহা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এক বিবৃতিতে বলেন,
“খোকসা উপজেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, বন্ধন ও পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি ধরে রাখা এবং একাডেমিক ও সামাজিক অগ্রগতিতে অবদান রাখাই আমাদের মূল লক্ষ্য।”
“স্বজনের সন্ধানে, এসো প্রাণের টানে”—এই শ্লোগানকে ধারণ করে খোকসা উপজেলা সমিতি ভবিষ্যতেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খোকসার প্রতিনিধিত্ব গর্বের সঙ্গে বহন করে চলবে।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন সংগঠনের সাবেক ও বর্তমান সদস্য, নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা। তাদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সরকারি স্বীকৃতি পেল রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব 

Share the post

Share the post সৈয়দ মাহিন রাজশাহী বিশ্ববিদ্যালয়  প্রতিনিধি :রাজশাহী বিশ্ববিদ্যালয়ভিত্তিক শিক্ষা ও গবেষণা সংগঠন রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব (RUEC) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক ‘গ’ শ্রেণির বিজ্ঞান ক্লাব হিসেবে সরকারি স্বীকৃতি পেয়েছে। গত ১৯ জুলাই ২০২৫ থেকে শুরু হয়ে এই নিবন্ধন ১৯ জুলাই ২০৩০ পর্যন্ত কার্যকর থাকবে। ২০১৯ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি শুরু থেকেই  শিক্ষার্থীদের […]

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিক্ষার্থীর মৃত্যু; শিক্ষার্থীরা রাবি মেডিকেলের নাম দিল ‘নাপা সেন্টার’

Share the post

Share the post সৈয়দ মাহিন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের  এক শিক্ষার্থী মারা গেছেন। চিকিৎসা কেন্দ্রের অবহেলা ও প্রশাসনের দায়িত্বহীনতার অভিযোগ এনে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা রাবি মেডিকেল সেন্টারের নাম পরিবর্তন করে ‘নাপা সেন্টার’ ব্যানার টাঙিয়ে দেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে […]