রাবির আইআরে ‘উচ্চশিক্ষায় ইউরোপ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Share the post

সৈয়দ হুজ্জাত উল্লাহ মাহিন ,রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের (আইআর) আয়োজনে ‘উচ্চশিক্ষায় ইউরোপ: সুযোগ ও সম্ভাবনা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ১০টায় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ৪২৫ নম্বর কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাকিম বিন মোতাহার। এছাড়া আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।স্বাগত বক্তব্যে বিভাগের সভাপতি ড. মো. শরিফুল ইসলাম প্রধান অতিথিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারগুলো থেকে উচ্চশিক্ষায় আগ্রহী একজন শিক্ষার্থী অনেক কিছু শিখতে ও জানতে পারে। আমি স্বপ্ন দেখি আমার শিক্ষার্থীরা একদিন বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলো থেকে উচ্চশিক্ষা অর্জন করবে।’অনুভূতি প্রকাশ করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী নওশীন ইসলাম বলেন, ‘বিদেশে উচ্চশিক্ষা শিক্ষার্থীদের দক্ষতা ও মানোন্নয়নে সহায়ক হতে পারে। ইউরোপে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুকদের জন্য আজকের সেমিনারটি বিশেষভাবে উপকারী হবে বলে মনে করছি।’সেমিনারের প্রধান আলোচক অধ্যাপক মোস্তাকিম বিন মোতাহার বলেন, উচ্চশিক্ষার জন্য ইউরোপ হতে পারে একজন স্বপ্নবিলাসী শিক্ষার্থীর স্বপ্নের ঠিকানা। একজন উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীকে অবশ্যই এখন থেকেই তার লক্ষ্যে অটুট থেকে এগিয়ে যেতে হবে। উচ্চশিক্ষায় শিক্ষিত একজন মানুষ পৃথিবীকে নতুন করে ভাবতে শেখে।
এছাড়া তিনি উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা ও সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।সেমিনার শেষে অতিথি ও শিক্ষার্থীদের মধ্যে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফর বাতিল করেছেন রাবি উপাচার্য

Share the post

Share the postরাবি প্রতিনিধি: উচ্চশিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অ্যাকাডেমিক সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব শক্তিশালী করার লক্ষ্যে পাকিস্তান সফর করার কথা থাকলেও মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের ঘটনায় নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে পাকিস্তান সফরটি বাতিল করেছেন রাজশাহী  বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। সোমবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় […]

জলবায়ু ও পরিবেশ গবেষক ডা. রোকনুজ্জামানকে হত্যার হুমকি, থানায় জিডি

Share the post

Share the postসৈয়দ মাহিন,রাবি প্রতিনিধিঃ জলবায়ু ও পরিবেশ গবেষক ডা. মো. রোকনুজ্জামান অজ্ঞাতনামা দুর্বৃত্তদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় তার নিজ বাড়িতে। এ বিষয়ে তিনি দেবহাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৫৪৭, তারিখ: ১৫ জুন ২০২৫, ট্র্যাকিং নং: 203GMC) করেছেন। জিডিতে বলা হয়, গত ১০ জুন বিকেল সাড়ে ৪টার […]