রাবিতে সম্পন্ন হলো আলো এডুকেশন প্রেজেন্টস ‘আরইউএসসি হায়ার স্টাডি ক্যাম্প- ২০২৫’

Share the post
রাবি প্রতিনিধি:বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সঠিক দিকনির্দেশনা, প্রস্তুতির কৌশল এবং বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (আরইউএসসি) আয়োজন করে দুই দিনব্যাপী একটি ব্যতিক্রমধর্মী ও তথ্যবহুল ক্যাম্প—‘আলো এডুকেশন প্রেজেন্টস আরইউএসসি হায়ার স্টাডি ক্যাম্প ২০২৫’।
শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (সিসিডিসি) গ্যালারিতে ক্যাম্পটি শুরু হয়ে শনিবার (১৭মে) বিকাল ৫টায় সমাপ্ত হয়। এ আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ রাজশাহী অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ক্যাম্পের মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো. শরিফুর রহমান (বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, আলো এডুকেশন ও কল সেন্টার প্রতিনিধি, ইউএনডিপি ফিউচারন্যাশন) এবং মো. আল ইমরান তমাল (ব্রাঞ্চ ইনচার্জ, সাইফুর’স ও ম্যানেজিং ডিরেক্টর, অ্যাব্রোড গ্যালারি)। তারা উচ্চশিক্ষা বিষয়ক বাস্তব অভিজ্ঞতা, স্কলারশিপ আবেদন প্রক্রিয়া, প্রফাইল বিল্ডিং এবং একাডেমিক ডকুমেন্টেশন বিষয়ে শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক আলোচনা উপস্থাপন করেন।
প্রোগ্রামের প্রথম দিন আইইএলটিএস প্রস্তুতি বিষয়ক সেশনে টেস্ট ফরম্যাট, টাইম ম্যানেজমেন্ট এবং স্কোর বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও স্টেটমেন্ট অফ পারপাস (এসওপি) লেখার হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রোগ্রামের দ্বিতীয় দিনে সিভি রাইটিং এর সঠিক নির্দেশনা, অ্যাপ্লিকেশন ও ডকুমেন্টেশন প্রসেস বিষয়ক ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয় নির্বাচন থেকে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতির বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়। এছাড়া ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়ার কৌশল নিয়েও আলোচনা হয়। প্রতিটি সেশনের শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সরাসরি অংশগ্রহণের সুযোগ পান।
ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মোঃ আমিরুল ইসলাম। ক্যাম্পটির সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি খালিদ মাহমুদ এবং সঞ্চালনায় ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. রবিউস সানি স্বপন। ক্যাম্পে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আদনান সাদিক কৌশিক।
ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি খালিদ মাহমুদ জানান, “বর্তমান যুগে উচ্চশিক্ষা শুধু ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি বৈশ্বিক প্রতিযোগিতার অংশ। হায়ার স্টাডি ক্যাম্প আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও স্কলারশিপ বিষয়ক প্রস্তুতির একটি সুস্পষ্ট দিকনির্দেশনা দেওয়া। আমরা বিশ্বাস করি, সঠিক দিকনির্দেশনা ও আত্মবিশ্বাস থাকলে বাংলাদেশের শিক্ষার্থীরাও বিশ্বমানের যে কোনো প্ল্যাটফর্মে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম।”
দুই দিনব্যাপী এই আয়োজনের সমাপনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ও প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি রেজাউল করিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তামিম রহমান, সাবেক কোষাধ্যক্ষ মোঃ গোলাম রাব্বি, ক্লাবের সহ সভাপতি তোফায়েল আহমেদ তোফা, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন আশিক সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে ক্লাবের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয় এবং উচ্চশিক্ষা সংক্রান্ত ভবিষ্যৎ প্রস্তুতির জন্য প্রয়োজনীয় রিসোর্স সরবরাহের ঘোষণা দেওয়া হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

রোডম্যাপ অনুযায়ী কাজ হচ্ছে না, রাকসু নির্বাচন নিয়ে শঙ্কা

Share the post

Share the postরাবি প্রতিনিধি: গত ২৭ ফেব্রুয়ারি ঘোষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী আগামী জুন মাসে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা। এর মাঝে নির্বাচন কমিশন গঠন করলেও রোডম্যাপ অনুযায়ী কাজের কোনো অগ্রগতি মিলছে না। ইতোমধ্যে সাধারণ শিক্ষার্থীরা এ নির্বাচন নিয়ে দফায় দফায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন করলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। […]

রাবিতে আন্তঃকলেজ সাতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

Share the post

Share the postরাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৩৬তম আন্তঃকলেজ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে এই দুই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। দুই দিনব্যাপী আয়োজিত এই আন্তঃকলেজ প্রতিযোগিতায় সাঁতারে চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ববিদ্যালয়ের […]