রাবিতে কলা অনুষদের উদ্যোগে শুরু হলো ২ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন

Share the post
সৈয়দ মাহিন,রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদের উদ্যোগে “ইস্যুজ অ্যারাউন্ড পেডাগোজি: টিচিং-লার্নিং স্ট্রাটেজিস ইন আর্টস এন্ড হিউম্যানিটিজ ফর দ্যা টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি” শীর্ষক দুই দিনব্যাপী ৩য় আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শুরু হয়েছে।
এ সম্মেলনে ১৩টি দেশের ৪ শতাধিক গবেষক, বিশেষজ্ঞ ও রিসোর্স পারসন অংশগ্রহণ করছেন। এসময় আগত বক্তারা এখানে বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি ও সংস্কৃত ভাষায় বক্তব্য পেশ করেন। প্রোগ্রামে ৯টি ভেন্যুতে ৩৬টি সেশনে মোট ২১৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে।
কলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মুহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে এই সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান, মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটা অধ্যাপক রোজনানি হাশিম ও একই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রাদওয়ান জামাল ইউসুফ আল-আতরাশ।
ইংরেজি বিভাগের অধ্যাপক রুবাইদা আখতারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিষয়ভিত্তিক বক্তৃতা দেন প্রফেসর মাসউদ আখতার। এছাড়াও স্বাগত বক্তব্য দেন অধ্যাপক মো. নিজাম উদ্দীন।
সম্মেলন উদ্বোধন করে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব তাঁর বক্তব্য বলেন, “উচ্চশিক্ষা ও গবেষণায় রাবির এক বৈশ্বিক অবস্থান আছে। সাম্প্রতিক বিভিন্ন র‌্যাংকিংয়ে এর প্রতিফলন দেখা যায়। এই বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ জ্ঞান চর্চায় বিশেষ ঐতিহ্যের অধিকারী। সেই ঐতিহ্যের ধারা প্রবহমান রাখতে তাদের প্রয়াসের নিদর্শন এই আন্তর্জাতিক সম্মেলন আয়োজন। প্রথম দুটো সম্মেলন আয়োজনের সাফল্যের ধারাবাহিকতায় এই ৩য় সম্মেলনও সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।”
এসময় তিনি আরো বলেন, “সম্মেলনে উপস্থাপিত প্রবন্ধসমূহ থেকে আমরা বাংলাদেশের কলা ও মানববিদ্যাচর্চা, বিশেষ করে এর ভাষা ও সাহিত্য, সংস্কৃতি এবং বৈশ্বিক ক্ষেত্রে আমাদের সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে নতুন অনেক তথ্য জানতে পারবো ও তার ভিত্তিতে সংশ্লিষ্ট ক্ষেত্রে আগামী দিনের শিক্ষা ও গবেষণা সম্পর্কে এক পথরেখা পাওয়া যাবে।”
সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানের পর প্রথম দিনের কি-নোট সেশনে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম। এ অধিবেশনে কি-নোট স্পিকার হিসেবে প্রবন্ধ উপস্থাপন করবেন জাপানের আকিতা ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির অধ্যাপক প্যাট্রিক ডগহার্টি, মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ইমেরিটা অধ্যাপক রোজনানি হাশিম ও মালয়েশিয়ার সায়েন্স ইউনিভার্সিটির ডিন অধ্যাপক জাসনি বিন সুলং।
সম্মেনের প্লেনারি সেশনে সভাপতিত্ব করেন মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ইমেরিটা প্রফেসর রোজনানি হাশিম। এই অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করবেন মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসর রাদওয়ান জামাল ইউসুফ আল-আতরাশ, নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোপাল প্রসাদ পান্ডে, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট এর মহাপরিচালক ড. এম. আবদুল আজিজ এবং মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসর নাজাতুল আকমার বিনতি মোক্তার।
অনুষ্ঠানের সভাপতি কলা অনুষদের ডিন মোহাম্মদ বেলাল হোসেন বলেন, “আজকের অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হচ্ছে। ৯টি ভেন্যুতে ১২টি বিভাগ থেকে মোট ২৬টি প্রবন্ধ উপস্থাপন ও আলোচিত হয়েছে। অংশগ্রহণকারীদের উপস্থিতির হার ছিল প্রায় ৯০ শতাংশ, যা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এই সম্মেলনে ১৩টি দেশের গবেষকদের সক্রিয় অংশগ্রহণ আমাদের আয়োজনকে আন্তর্জাতিক মাত্রায় উন্নীত করেছে। আজকের অনুষ্ঠানটি নিঃসন্দেহে অত্যন্ত সফল ও চমৎকারভাবে অনুষ্ঠিত হয়েছে।”
প্রসঙ্গত, রাবির কলা অনুষদের উদ্যোগে ২০ ও ২১ ডিসেম্বর ২০১৯ প্রথম এবং ১৩ ও ১৪ নভেম্বর ২০২২ দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সে প্রদানকৃত লেকচারগুলো পরবর্তীতে গ্রন্থাকারে প্রকাশ করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক আরজ আলী পেলেন মাদার তেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড

Share the post

Share the postতোবারক হোসেন খোকন,দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি:মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশে যে ক’জন স্বাধিকার আন্দোলন থেকে মহান স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত প্রতিটি ধাপে আন্দোলন সংগ্রামে অংশগ্রহন করেছেন তাঁদের মধ্যে অন্যতম ছিলেন দুগার্পুর উপজেলার কৃতিসন্তান শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মোহাম্মদ আরজ আলী। দেশ রক্ষায় এতোবড় ত্যাগের জন্য শহীদ বুদ্ধিজীবী আরজ আলীর সম্মানে তাঁকে মাদার তেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড (মরণোত্তর পুরস্কার) প্রদান […]

সিরাজগঞ্জ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রকল্পের অনুমোদন: শিক্ষার্থীদের উচ্ছ্বাস

Share the post

Share the postজলিলুর রহমান জানি, সিরাজগঞ্জ প্রতিনিধি: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির ( একনেক ) সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রকল্পের অনুমোদনে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস। সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এই অনুমোদনের খবর পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন এবং […]