রাবিতে ইসলামী ব্যাংকের পণ্য ও পরিসেবা সম্পর্কে মতবিনিময় সভা
সৈয়দ মাহিন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:ইসলামি ব্যাংকের পণ্য ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মতবিনিময় সভা করেছে ইসলামি ব্যাংক রাজশাহী শাখা।
মঙ্গলবার (৬ মে) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ইসলামি ব্যাংক রাজশাহী শাখার আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড.আখতার হোসেন মজুমদার বলেন, “ ২০১২ সালের আগেই বিশ্বের ১০০০ ব্যাংকের মধ্যে একটি ছিল ইসলামী ব্যাংক। যেটা বাংলাদেশের ব্যাংক ব্যাবস্থার জন্য একটা বড় অর্জন ছিল। জুলাই -আগস্ট গণঅভ্যুত্থানে মানুষ যেভাবে জীবন দিয়ে দেশকে রক্ষা করেছিলো, আমি আশা করবো ইসলামী ব্যাংকের কর্মকর্তারা জীবন দিয়ে দেশের ব্যাংক ব্যাবস্থাকে ঠিকিয়ে রাখবেন”।
মতবিনিময় সভায় রাবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মতিয়ার রহমান বলেন, এক ধরনের যুদ্ধ করেই ইসলামি ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করছে বলা যায়। গত ১০ বছরে নানা ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে ব্যাংকটি। একটা মহল বিভিন্নভাবে ব্যাংটিকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিলো কিন্তু আলহামদুলিল্লাহ, এখনও ইসলামি ব্যাংক টিকে আছে।
অনুষ্ঠানে রাবি উপাচার্য সালেহ্ হাসান নকীব বলেন, প্রথম দিক থেকেই আমি,আমার পরিবার ইসলামি ব্যাংকের সাথে আছি। অসম্ভব একটা প্রতিকুল পরিস্থিতি পার করে এসেছে এই ব্যাংকটি। কিন্তু এখনো টিকে আছে শুধু মাত্র গ্রাহকের আস্থার কারণে। আমি ইসলামী ব্যাংককে অনুরোধ করবো গ্রহকের আস্থা না করার জন্য।
তিনি আরও বলেন, আমি ভেবেছিলাম শিক্ষার্থীদের বৃত্তিতে সবার আগে পাশে দাড়াবে ইসলামি ব্যাংক। কিন্তু এখনো তাদের কোনো উদ্যোগ গ্রহন করেনি। তবে আমাদের ক্যাম্পাসে যদি আপনারা সিএসআরএম বুথ স্থাপন করতে চান তবে আমরা সর্বোচ্চ সাহায্য করবো। বিদেশে অধ্যায়নরত শিক্ষার্থীদের বিশেষ সুবিধার ব্যাবস্থা করার জন্য আহ্বান জানান।
মত বিনিময় সভায় ইসলামী ব্যাংক পিএলসি এর রাজশাহী শাখা প্রধান মো. খালেকুজ্জামান উদ্ভোদনী বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট শাসনের সময় ইসলামী ব্যাংক নানা প্রতিকূলতার মুখে পড়েছিল। কিন্তু ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আমরা নতুনভাবে, পূর্ণাঙ্গ নিয়মনীতি ও গণতান্ত্রিক পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছি।
তিনি আরো বলেন, আজ ইসলামী ব্যাংক শুধু একটি ধর্মভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান নয়—এটি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্ম-বর্ণের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। ২০১২ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফিন্যান্সিয়াল ম্যাগাজিন ‘দ্য ব্যাংকার’-এ বিশ্বের সেরা ১০০০ ব্যাংকের তালিকায় স্থান করে নেয় যা আমাদের জন্য এক ঐতিহাসিক স্বীকৃতি।এসময় মত বিনিময় সভায় বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন এক্সপার্টের দ্বারা বিভিন্ন সেবার প্রদর্শনী ও ব্যাবহার দেখানো হয়।