রাজাপুরে রাস্তা সংস্কারে অনিয়ম: পাথরের পরিবর্তে বালু, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

Share the post

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালি (মীরের হাট) বাজার থেকে চল্লিশ কাউনিয়া পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে। রাস্তা নির্মাণে পাথরের পরিবর্তে লাল বালু ব্যবহার করায় স্থানীয়রা কাজে বাধা দিয়ে তা বন্ধ করে দিয়েছে।

 

জানা গেছে, সড়কটি সংস্কারের জন্য সরকারিভাবে ৫০ লাখ টাকা বাজেট বরাদ্দ করা হয়। নকশা অনুযায়ী, ছয় মিলিমিটার পাথর ও পিচঢালাই দিয়ে ১২মিলিটার রাস্তা নির্মাণের কথা থাকলেও, সংশ্লিষ্ট ঠিকাদার পাথরের পরিবর্তে শুধু লাল বালু ও পিচ মিশিয়ে কাজ চালিয়ে যাচ্ছিল। বিষয়টি নজরে আসার পর এলাকাবাসী একত্রিত হয়ে বৃহস্পতিবার সকালে কাজ বন্ধ করে দেয়।

 

স্থানীয়দের দাবি, সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও নিম্নমানের উপকরণ দিয়ে কাজ চালিয়ে অনিয়ম ও দুর্নীতি করা হচ্ছে। তারা স্পষ্ট জানিয়েছেন, নিয়ম অনুযায়ী পাথর ব্যবহার না করলে কাজ চালু করতে দেওয়া হবে না।

 

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোহাম্মদ বিল্ডার্সের মালিক মো. রাশেদুল ইসলাম এ বিষয়ে বলেন, “পাথর না থাকায় স্থানীয়রা কাজ বন্ধ করে দেয়। এরপর আমরা পাথর এনে কাজ চালু করেছি।”

 

তবে স্থানীয়দের দাবির প্রতি সমর্থন জানিয়ে ঝালকাঠির উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মজিবুর রহমান বলেন, “ঠিকাদার অনিয়ম করায় স্থানীয়রা কাজ বন্ধ করে দিয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। রাষ্ট্রের অর্থ অপচয় করে নিম্নমানের কাজ মেনে নেওয়া যাবে না।”

 

এদিকে, ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন এবং পরবর্তীতে একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

 

এদিকে, স্থানীয়দের বাধার পর প্রকল্প সংশ্লিষ্টরা কী পদক্ষেপ নেবেন, তা এখনও জানা যায়নি। তবে এলাকাবাসীর দাবি, সঠিক উপকরণ ব্যবহার না করলে তারা কোনোভাবেই এই প্রকল্পের কাজ চলতে দেবে না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বিধবা রাজিয়া বেগমের মানবেতর জীবন—ভাঙা ঘরে অনিশ্চিত ভবিষ্যৎ

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: জীবনযুদ্ধে একা লড়াই করছেন এক বৃদ্ধ বিধবা নারী। তিনি বসবাস করছেন এক জরাজীর্ণ ভাঙা ঘরে, যা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। মাথার উপর ফাটা টিনের ছাউনি, দেয়ালে জীর্ণ কাঠ ও বাঁশের অবলম্বন—এ যেন দারিদ্র্যের এক বাস্তব চিত্র। কথা গুলো বলছি ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালি […]

ঝালকাঠির সাবেক পিপি আবদুল মান্নানের জামিন নামঞ্জুর, তিন মামলায় কারাগারে

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি), জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নানকে বিস্ফোরক দ্রব্য আইনের তিনটি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় ঝালকাঠি সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে […]