

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে প্রেমে ব্যর্থ হয়ে মো. ওসমান খলিফা (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের সকালে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত ওসমান ওই এলাকার বিল্লাল হোসেন খলিফার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ওসমান খলিফার সঙ্গে গালুয়া দুর্গাপুর এলাকার খলিলুর রহমানের মেয়ে হাফিজার দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল। শুরুতে মেয়ের পরিবার এ সম্পর্ক মেনে নিলেও পরে তারা বিয়েতে সম্মতি দেয়নি। সম্পর্কের সময় ওসমান প্রেমিকাকে বিভিন্ন উপহার সামগ্রী, পোশাক ও খাবার কিনে দিতেন। তারা একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন।
ঈদের পর বিয়ের পরিকল্পনার কথা জানালে মেয়ের পরিবার তা প্রত্যাখ্যান করে। এর পরদিন, গতকাল রবিবার (৩০ মার্চ) রাতে ওসমানের মা, বাবা ও চাচা মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেলে তারা সাফ জানিয়ে দেয়, এ বিয়ে সম্ভব নয়। এই ঘটনা নিয়ে ওসমান ও তার পরিবারের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে ওসমান ক্ষুব্ধ হয়ে তার মা, চাচা ও চাচিকে মারধর করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
সোমবার সকালে ওসমানের বাবা ও ছোট ভাই ইয়াছিন ঈদের নামাজ পড়তে মসজিদে গেলে এবং ঘরে কেউ না থাকায়, সেই সুযোগে ওসমান সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা ফিরে এসে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা বিষয়টি থানায় জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য মো. শাহীন জানান, ওসমান ও হাফিজার মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মেয়ের পরিবার বিয়েতে রাজি না হওয়ায় হতাশাগ্রস্ত হয়ে ওসমান আত্মহত্যার পথ বেছে নিয়েছে।”
রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, “কানুদাসকাঠি এলাকায় আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন ও স্থানীয়রা ওসমানের অকাল প্রয়াণে শোকাহত।