রাংগুনিয়ায় হোসনাবাদ আরব তালুকদার পাড়ায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন সম্পন্ন
তৌহিদুল ইসলাম ।। রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাংগুনিয়ায় হোসনাবাদ ইউনিয়নের আওতাধীন ২ নং ওয়ার্ড আরব তালুকদার পাড়া জামে মসজিদ সংলগ্ন ময়দানে এলাকাবাসী ও প্রবাসী ভাইদের যৌথ ব্যবস্হাপনায় ৯ম বারের মতো ১৪/১১/২০২০ইং, রোজ:শনিবার,মুহাম্মদ মিজানুর রহমান ও মুহাম্মদ জামাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন ‘আরব তালুকদার পাড়া জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম,কাজী মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম কাদেরী। এতে প্রধান অতিথি ছিলেন-রাংগুনিয়া রাহাতীয়া বিসমিল্লাহ শাহ(রা.)দরবারের সাজ্জাদানশীল হযরতুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আবু নওশাদ আশরাফী আল কাদেরী(ম,জি,আ)। প্রধান আলোচক ছিলেন বোয়ালখালী, তৈয়্যবীয়া আজিজিয়া তাহেরীয়া সুন্নিয়া মাদরাসার সিনিয়র মুদাররিস,মাওলানা মুহাম্মদ ইদ্রিস আল কাদেরী।
প্রধান বক্তা ছিলেন আরব তালুকদার পাড়া জামে মসজিদের সম্মানিত খতিব, মাওলানা মুহাম্মদ কোরবান আলী নূরী। বিশেষ বক্তা ছিলেন হাটহাজারী পশ্চিম মেখল কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, হযরতুল আল্লামা হাফেজ মুহাম্মদ মামুনুর রশিদ কাদেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ রাংগুনিয়া উপজেলা উত্তরের সম্মানিত সহ-সভাপতি কাজী মুহাম্মদ আইয়ুব। হিজরী নববর্ষ উদযাপন পর্ষদ,মোগলের হাট শাখার সম্মানিত উপদেষ্টা মুহাম্মদ আবু বকর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা মুহাম্মদ লোকমান হোসেন, ছাত্রসেনা হোসনাবাদ ইউনিয়ন শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ শাকিল হোসেন,মুহাম্মদ তৌহিদুল ইসলাম, মুহাম্মদ আবু ইসহাক,মুহাম্মদ মহসিন কাদেরী সহ প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা বলেন- রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বিচ্যুতি হওয়ায় আজ যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত।
সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে রাসূল(দ.)’র আদর্শে উজ্জীবীত হতে হবে। তা সাংগঠনিক ভিত্তির মাধ্যমে সংঘবদ্ধতায় আদর্শ সমাজ ফিরিয়ে আনা সম্ভব।