রংপুরে খাটের নিচে তেলের খনি!
রংপুর : চালের পর এবার মজুদ করা তেল উদ্ধার হলো রংপুর শহরে। রংপুর মেট্রোপলিটন পুলিশ বক্সখাটের ভেতর থেকে উদ্ধার করলো ১ হাজার ২৩৮ লিটার টিসিবি পণ্য (বসুন্ধরা ব্র্যান্ডের সয়াবিন তেল)। এসময় দুই জনকে আটক করেছে পুলিশ। র্ংপুর মেট্রোপলিটন পুুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, বুধবার (১৫ এপ্রিল) রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন এলাকার মধ্যপার্বতীপুর, ওয়ার্ড-১৭, রোপ-১/৪, বাড়ী-২২ ধৃত মোঃ হানিফ মিয়ার (৪৭) বসতবাড়ী তল্লাশী করে শয়ন কক্ষের বক্স খাটের ভিতরে রক্ষিত অবস্থায় বসুন্ধরা ব্যান্ডের টিসিবি পণ্য ১২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ২৩ হাজার ৮০০ টাকা।
এসময় মো. হানিফ মিয়া (৪৭), পিতা-মৃত হাজী আঃ মান্নান, সাং-মধ্যপার্বতীপুর, ওয়ার্ড-১৭, রোড-১/৪, বাড়ী-২২ এবং মো. লাল মিয়া (৫২), পিতা-মৃত আশরাফ আলী, সাং-মধ্যপার্বতীপুর, উভয় থানা-কোতয়ালী, রংপুরকে গ্রেফতার করা হয়।
আরএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক জানান, এসব সয়াবিন তেল অবৈধ লাভের জন্য কালোবাজারি করে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।আটক দুই ব্যক্তিসহ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হচ্ছে।
তিনি বলেন, সারাবিশ্বে ছড়ানো মরণব্যাধি করোনা ভাইরাসে বিপর্যস্ত গরিব-দুঃখী মানুষের জন্য সরকার প্রদত্ত টিসিবি পণ্য ন্যায্যমূল্যে বিক্রয়ের জন্য বলা হলেও কতিপয় অসাধু ব্যবসায়ী অবৈধ লাভের উদ্দেশ্যে মজুদ করছে তাদের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশ এর গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযান অব্যাহতত থাকবে।