যদি ১/১১ পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে কিংস পার্টি ও তাদের সহযোগি দুটি দল দায়ী থাকবে- সৈয়দ এমরান সালেহ প্রিন্স

Share the post
আবুল হাশেম,ধোবাউড়া(ময়মনসিংহ) প্রতিনিধি :এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে!’ তথ্য উপদেষ্টার এমন ফেসবুক স্ট্যাটাসে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন , আল্লাহ না করুন , সেরকম পরিস্থিতি যদি সত্যি সৃষ্টি হয় তাহলে তার জন্য সরকার ও গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভেদ ও বিদ্বেষ সৃস্টিকারী কিংস পার্টি ও তাদের সহযোগী দুইটি দল দায়ী থাকবে ।
এমরান সালেহ প্রিন্স মঙ্গলবার সকালে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপি ও অংগসংগঠন আয়োজিত বিজয় মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রখছিলেন । ধোবাউড়া পশু হাসপাতাল চত্বরে এই সমাবেশে চব্বিশের গণ অভ্যুত্থানে ঢাকা ও গাজীপুরে  নিহত ধোবাউড়ার শহীদ মওলানা মফিজুল ইসলাম , শহীদ সোহেল মিয়া, শহীদ শাজাহানের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয় । এমরান সালেহ প্রিন্স তাদের হাতে “ শহীদ স্মারক” তুলে দেন । পরে জাতীয় ও দলীয় পতাকাসহ রঙ বেরংয়ের পতাকা , ফেস্টুন , শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া , তারেক রহমান ও গণ অভ্যুত্থানের শহীদদের ছবি দিয়ে সজ্জিত বিশাল বর্ণাঢ্য বিজয় মিছিলটি বাদ্য বাজনা নিয়ে পশু হাসপাতাল চত্ত্বর থেকে বের হয়ে ধোবাউড়া বাজার , উপজেলা মোড় , হাসপাতাল মোড়সহ ধোবাউড়া সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে  পুনরায় পশু হাসপাতালে এসে শেষ হয় । মিছিলে ধোবাউড়ার শহীদ পরিবারের সদস্যরাও অংশ নেন ।
বিজয় মিছিল পূর্ব সমাবেশে তিনি বলেন , গণতন্ত্রের উত্তরণের পথে বাধাঁ সৃষ্টিকারীরা দেশ ও জনগণের বন্ধু হতে পরে না । তিনি গণ ঐক্য অটুট রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন ইতিহাসের নিকৃষ্ট ফ্যসিবাদী হাসিনার পতন ও পালায়নের মধ্য দিয়ে হাজারও শহীদের জীবনের বিনিময়ে যে বিজয় অর্জিত হয়েছিল তা গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে অনৈক্যে ও সমনবয়হীনতার  কারণে যেনো ম্লান  না হয় ।
উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনিছুর রহমান মানিকের সঞ্চালনায় বিজয় মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন , ফরহাদ রব্বানী সুমন ,মাহবুবউল আলম , আবদুল মোমিন  শাহিন ,শহীদ মাজেদুল ইসলমের ভাই মওলানা জালাল উদ্দিন,  শহীদ সোহেল মিয়ার পিতা আবদুল হাকিম  , জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি , সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম , যুবদল নেতা ফারুক হোসাইন , উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম ,তাঁতী দলের সদস্য সচিব  হাসান শাহ ,ছাত্র দলের কলেজ শাখার সদস্য সচিব আল মামুন , মৎস্যজীবী দলের আহবায়ক মিজানুর রহমান মনিক বক্তব্য রাখেন ।
এর আগে আজ সকালে তিনি ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের জোকা গ্রামে চব্বিশের পাঁচই আগস্ট গণ অভূয়ত্থানের দিন ঢাকার বাড্ডায় পুলিশের গুলিতে নিহত সোহেল মিয়ার প্রথম শাহাদত বার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফেরাত কামনা করে কবর জিয়ারত , ফতেহা পাঠ ও পুস্পমাল্য অর্পণ করেন । তিনি সোহেল মিয়ার বাড়িতে যান এবং তার বাবা , মাসহ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করে স্বান্তনা দেন । এসময় শহীদ সোহেলের পিতা আবদুল হাকিম , গোয়াতোলা ইউনিয়ন বিএনপির আহবায়ক ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম টোটন , উপজেলা কৃষক দলের আহবায়ক নয়ন মণ্ডল , সদস্য সচিব কাছুম উদ্দিন , ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আনসার আলী তুলা , যুগ্ম আহবায়ক আবু সিদ্দিক , মোমতাজ উদ্দিন , আবু তাহের , সুরুজ মিয়া , আনোয়ার হোসেন , আবু সায়েমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

মির্জাপুরে পূবালী ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করেন উপমহাব্যবস্থাপক মুহাম্মদ বেল্লাল হোসেন

Share the post

Share the postসীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ‎টাঙ্গাইলের মির্জাপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ২৪৩ তম উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা সদরের মুনসুর টাওয়ারের ২য় তলায় উপ-শাখাটির উদ্বোধন করেন উপ-মহাব্যবস্থাপক টাঙ্গাইল অঞ্চলের প্রধান মুহাম্মদ বেল্লাল হোসেন। রোববার (১৭ আগস্ট) বেলা এগারোটায় মুহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে উদ্বেধনী অনুষ্ঠানে আরও  বক্তব্য রাখেন, পূবালী ব্যাংক পিএলসি’র সহকারি মহাব্যবস্থাপক এহসানুল হক, […]

ইবি শিক্ষক বাস-যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮

Share the post

Share the postইবি প্রতিনিধি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকবাহী একটি কোস্টার বাসের সঙ্গে যাত্রীবাহী রূপসা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার এগারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ইবি পরিবহনের কোস্টার বাসটি (ঢাকা মেট্রো-ঝ-১১-০৯২৩) সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে […]