যথাযথ মর্যাদায় পর্তুগাল বাংলা প্রেসক্লাবের বিজয় দিবস উদযাপন
হাসান কোরাইশী, লিসবন, পর্তুগাল
প্রতি বছরই পর্তুগালের রাজধানী লিসবন এবং বন্দরনগরী পোর্তো’র প্রাণ কেন্দ্রে বাঙালিদের ইতিহাস ঐতিহ্যের প্রতীক শহীদ মিনারে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনগুলো সহ পর্তুগীজ এবং প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদযাপন করা হয় দিনটিকে।
কিন্তু করোনা মহামারী পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় এবং পর্তুগীজ সরকার কর্তৃক নানা বিধিনিষেধ আরোপ থাকার ফলে গত বছর দিবসটি উদযাপনে ব্যর্থ হয় দেশটিতে বসবাসরত প্রবাসী বাঙালিরা।
যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার দিবসটিকে স্বরণীয় করে রাখতে করোনার বিধিনিষেধ মেনে সীমিত আকারে অংশগ্রহণ করে দেশটিতে বসবাসরত প্রবাসী সাংবাদিকদের সংগঠণ পর্তুগাল বাংলা প্রেসক্লাব।
এসময় উপস্থিত ছিলেন সংগঠণটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য সদস্যবৃন্দসহ কমিউনিটির বিশিষ্ঠ্য ব্যাক্তিবর্গ রানা তসলিম উদ্দিন। সকালে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে স্বরণ করা হয়, জাতির শ্রেষ্ঠ সন্তানদের। পরবর্তীতে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে সভাটির সমাপ্তি ঘোষণা করা হয়।