মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের নিন্মবিত্ত মানুষদের মাঝে করোনা ভাইরাস থেকে সুরক্ষা পাওয়ার সামগ্রী বিতরণ
নোমান বিন খুরশীদ (চট্টগ্রাম): বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা বিনামূল্যে শতাধিক মাস্ক, হেন্ড ওয়াশ ও সাবান বিতরণ করেছে। চট্টগ্রাম নগরীর পাহাড়তলী ও আকবরশাহ থানাধীন সাগরিকা, অলংকার এবং এ কে খান এলাকায় নিন্মবিত্ত মানুষদের মাঝে করোনা ভাইরাস থেকে সুরক্ষা জন্য উক্ত সামগ্রী বিতরণ করা হয়। কলেজের সিনিয়র শিক্ষার্থী আশিকুর রহমান আবির এর সঞ্চালনায় এসময় কলেজের শিক্ষার্থী হৃদয় দেব নাথ, শাহীন আরেফিন খান জিসান, আবদুর রহিম রনি, মোহাম্মাদ সজীব ও কাউসার খান উপস্থিত ছিলেন। এই ১২০ টি মাস্ক, ১০০ টি সাবান এবং কয়েকটি হেন্ড ওয়াশ দিয়ে তাদের জন্য আমরা যা কিছু করতে পারি তা হয়তো বেশি কিছু নয়। আমাদের ছোট উদ্যোগগুলি আমাদের সমাজের মানুষকে তাদের বর্তমান বিশ্বের পতন সম্পর্কে সতর্ক হতে সহায়তা করতে পারে।