মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং আবু রায়হান (১৭) নামের একজন পথচারী গুরুতর আহত হয়েছে।আজ (৮ সেপ্টেম্বর) বুধবার সকাল ৯ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাকঘর ( বড়কমলদহ) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় চট্টগ্রাম মুখী কাভার্ডভ্যানের চালক ও চালকের সহকারি নিহত হয়েছে। তবে এখনো পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহত রায়হানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ওসি) আমির ফারুক সিটিজি নিউজকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম মুখী একটি কাভার্ডভ্যান পেছন থেকে আরেকটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে পেছনে থাকা কাভার্ডভ্যানের চালক ও সহকারী নিহত হয় এবং একজন পথচারী গুরুতর আহত হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি।
দুর্ঘটনার সংবাদ শুনে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে বলেও জানান ওসি ফারুক।