মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি ঘোষণা জবিশিসের

Share the post
মোঃ হৃদয়, জবি প্রতিবেদক:ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র ও সৌদি আরব দূতাবাস অভিমুখে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে শিক্ষক সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় কর্মসূচিতে সংহতি জানিয়েছে  করে শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী প্রতিনিধিরা।
এসময় শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়, আগামী বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০ ঘটিকায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মার্চ করে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র এবং সৌদিআরবের দূতাবাস যাওয়ার পাশাপাশি স্মারকলিপি প্রদান করা হবে।
সভায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, ইসলামকে ভালোবেসেই আমাদের এই উদ্যোগ। ফিলিস্তিনের প্রতি ন্যায়বিচার ও বর্বরোচিত হামলার প্রতিবাদে আমাদের আয়োজন। বিশ্ববাসীকে আমরা আমাদের পক্ষ থেকে মেসেজ দিবো এবং শান্তিপূর্ণভাবে দূতাবাসে স্মারকলিপি দেবো।
এসময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বেলাল হোসেন, বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদসহ শিক্ষক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব, জবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা, জবি হিউম্যান রাইট সোসাইটির সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদসহ, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

পারবেজ হত্যার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Share the post

Share the post মোঃ হৃদয়, জবি প্রতিনিধি : প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে এবং খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব […]

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু নির্বাচন ও দুর্নীতির প্রতিবেদন প্রকাশে আল্টিমেটাম

Share the post

Share the postমোঃ হৃদয়, জবি প্রতিনিধি:জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ, নীতিমালা ও গত ১৫ বছরের নিয়োগ প্রক্রিয়ার তদন্ত প্রতিবেদন প্রকাশসহ একাধিক দাবিতে তিন কার্যদিবসের আল্টিমেটাম দিয়েছে ‘জবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ও ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’। একইসঙ্গে ৯০ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সার্বিক দুর্নীতি ও অনিয়ম নিয়ে শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানিয়েছে সংগঠন দুটি। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের […]