মাভাবিপ্রবিতে কাম ফর রোড চাইল্ডের নবীনবরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
শুভ দে,মাভাবিপ্রবি প্রতিনিধি: আজ কাম ফর রোড চাইল্ড (সি আর সি) মাভাবিপ্রবি শাখার ‘নবীনবরণ ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে সি আর সি পরিবারে যুক্ত হয়েছে আরো প্রায় ২০০ জন নতুন কার্যকরী ও সাধারণ সদস্য । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় উপদেষ্টামণ্ডলী ড. মোঃ খাইরুল আলম স্যার,আওরঙ্গজেব আকন্দ স্যার,সুব্রত ব্যানারজী স্যার, মোঃ জাহাঙ্গীর আলম স্যার সহ সাবেক ও বর্তমান কমিটির সদস্যবৃন্দ ও সাধারণ সদস্যগণ। উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন (সি আর সি) বছর জুড়ে সামাজিক সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। কাম ফর রোড চাইল্ড ( সি আর সি ) অসহায়, সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে কাজ করে। কিছুদিন আগে (সি আর সি) মাভাবিপ্রবি শাখা দ্বিতীয় বারের মত সি.আর.সি’র “সেরা শাখা” নির্বাচিত হয়েছে এবং সম্মাননা গ্রহণ করেছে। মাভাপ্রবির সি.আর.সি সংগঠনের সভাপতি তৌহিদ ইসলাম বলেন, সভাপতি হিসেবে এর সকল কৃতিত্ব দিতে চাই আমাদের সি.আর.সি সদস্যদের। সবার ভালোবাসা ও দোয়ায় আমরা এগিয়ে যাবো। নতুন সদস্যদের কে তিনি পথশিশুদের কল্যানে সাহায্য সহযোগিতা করার জন্য অনুপ্রেরণা দেন।