মাভাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

Share the post

মোঃ নাজমুল হাসান ভূঁইয়া,মাভাবিপ্রবি প্রতিনিধি: জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (৯ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে।

ভর্তি পরীক্ষা শুরুর আগেই শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে বলা হয়। অধিকাংশ শিক্ষার্থী নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয়। এ ইউনিটে সর্বমোট ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন আবেদন করেন, যার মধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) কেন্দ্রে অংশগ্রহণ করে ৭,৩০৭ জন।

ভর্তি পরীক্ষা চলাকালীন মাভাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। তিনি জানান, “পরীক্ষা নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে প্রশ্নপত্র পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “মাভাবিপ্রবি কেন্দ্রে ৯০ শতাংশেরও বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।”

পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র শিবির, মাভাবিপ্রবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ), বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড (CRC)’ এবং ‘রোটারেক্ট ক্লাব অব মাভাবিপ্রবি’ সক্রিয়ভাবে সহযোগিতা করে।

দেশের বিভিন্ন স্থান থেকে আগত পরীক্ষার্থীদের জন্য ক্যাম্পাসজুড়ে স্থাপন করা হয় তথ্য সহায়তা কেন্দ্র, দেওয়া হয় দিকনির্দেশনা। জরুরি প্রয়োজনে স্বেচ্ছাসেবকরা সহায়তা করে এবং অভিভাবকদের জন্য অস্থায়ী বিশ্রামস্থলের ব্যবস্থা করে ছাত্রসংগঠনগুলো। এছাড়াও পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সুপেয় পানি বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, যার ফলাফল প্রকাশিত হয় ২৮ এপ্রিল। এরপর ২ মে অনুষ্ঠিত হয় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা এবং তার ফলাফল প্রকাশিত হয় ৫ মে। সাধারণত ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

তালায় তিন লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুরু

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : মাদককে না বলুন, খেলার মাঠে ফিরে আসুন এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় ছায়াবীথি সংগঠনের উদ্যোগে তিন লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটুর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা […]

ইবিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপনে বর্ণিল আয়োজন

Share the post

Share the postইবি প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজন করেছেন পূজা উদযাপন পরিষদ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে আগামীকাল (১৬ আগস্ট) শনিবার বিশ্ববিদ্যালয়ের থানা সংলগ্ন সবুজ চত্বরে দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন কীর্তন, ভোগ আরতি, মহাপ্রসাদ […]