

খাগড়াছড়ি প্রতিনিধি:- খাগড়াছড়ির মানিকছড়িতে ‘বদরী কাফেলা যুব সংস্থা’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ও সংগঠনের উদ্যোগে অসহায়, দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়েছে
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১টায় উপজেলার মহামুনির একটি রেস্টুরেন্টের সেমিনার কক্ষে সংগঠনের আত্মপ্রকাশ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম।
বাটনাতলী ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ইমাম হোসেন’র সঞ্চালনায় ও মানিকছড়ি দারুসুন্নাহ মাদরাসার মুহতামিন মাওলানা নুর মোহাম্মদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মানিকছড়ি (সদর) ইউপি প্যানেল চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. মীর হোসেন, আলোকিত জনকল্যাণ সংস্থার সভাপতি হাফেজ মোহাম্মদ নাছির উদ্দিন, তিনটহরী মহিউসসুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা ফরিদ উদ্দিন, সংগঠনের প্রমূখ।
আত্মপ্রকাশ শেষে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার (শাড়ি ও লুঙ্গি) তুলেদেন অতিথিরা। পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন মানিকছড়ি দারুসুন্নাহ হাফেজীয়া মাদরাসার উপদেষ্টা পরিচালক মাওলানা শামসুল হক।
এর আগে বদরী কাফেলা যুব সংস্থা’র কমিটি গঠন করা হয়। এতে মহারাজ শেখ’কে সভাপতি, মাওলানা ইলিয়াস হোসাইনকে সাধারণ সম্পাদক ও আমিনুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।