মানবিক পুলিশের “আইজিপি ব্যাজ” এর জন্য মনোনীত হলেন ওসি মোঃ মঈনুর রহমান।
চট্টগ্রাম সংবাদ: মানবিক পুলিশ স্বীকৃতিস্বরূপ “আইজিবি ব্যাজ”প্রাপ্তের জন্য মনোনীত হলেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঈনুর রহমান। বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টার ঢাকা থেকে প্রকাশিত একটি প্রজ্ঞাপনে এই মনোনয়ন দের নাম প্রকাশ করা হয়।
মোঃ মঈনুর রহমান চাঁন্দগাও থানায় নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থানার অন্তর্ভুক্ত সকল মাদক ব্যবসায়ী এবং কিশোর গ্যাং এর বিরুদ্ধে কাজ করে এলাকাকে মাদকমুক্ত অভিষেক মুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সচেষ্ট ভাবে কাজ করছেন। এছাড়া মানবিক দৃষ্টিকোণ থেকে চাঁদগাও থানা এলাকার মানুষের কাছে ওসি মোঃ মঈনুর রহমান একজন মানবিক পুলিশ হিসেবে পরিচিত।