মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র আঁকা কার্টুনিস্ট সড়কে প্রাণ হারালেন

Share the post

ইসলাম ধর্মের মহানবী (সা.) নিয়ে একটি বিতর্কিত কার্টুন আঁকায় ব্যাপক সমালোচিত হয়েছিলেন সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিল্কস। মৃত্যু হুমকির কারণে ২০০৭ সাল থেকে তিনি বসবাস করতেন কড়া পুলিশ প্রহরায়।

রোববার (৩ অক্টোবর) ওই কার্টুনিস্ট পুলিশের গাড়িতে থাকা অবস্থায় দুর্ঘটনার শিকার হয়ে নিহত হয়েছেন। দক্ষিণ সুইডেনের মার্কারাইড শহরের কাছাকাছি এক সড়কে পুলিশের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকের। ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ৭৫ বছরের ভিল্কস এবং সঙ্গী দুই পুলিশ কর্মকর্তা। আহত হন ট্রাক ড্রাইভার।

২০০৭ সালে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গাত্মক চিত্র আঁকার পর যখন গোটা মুসলিম বিশ্ব ক্ষোভে ফুঁসছিল, তখনো দম্ভোক্তি থেকে বিরত ছিলেন না সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিল্কস।

সেসময় লার্স ভিল্কস বলেন, কোনো ধর্মকে অপমান-অবজ্ঞার জন্য কার্টুন খুবই তুচ্ছ বিষয়। খ্রিস্টান বা ইহুদিদের ক্ষেত্রে যে শিথিলতা আছে সেটা কেন ইসলাম ধর্মের ব্যাপারে নেই? তাই বুঝতে পারছি না। নিজেকে আলাদা বা মহৎ ভাবার তো কিছু নেই। ইসলাম ধর্ম নিশ্চয়ই সবার থেকে পবিত্র নয়।

তার ওই কার্টুন ডেনমার্কের একটি সংবাদপত্র প্রকাশও করে। এতে হামলার মুখে পড়তে হয় ওই গণমাধ্যম কার্যালয় এবং ভিল্কসকে। পরিস্থিতি সামাল দিতে তৎকালীন সুইডিশ প্রধানমন্ত্রী ২২টি মুসলিম দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠকেও বসেন। ঐ আলোচনাসভার পরই সশস্ত্র সংগঠন আল-কায়েদা ভিল্কসকে হত্যার জন্য ১ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা দেয়।

সেসময় থেকেই পুলিশি প্রহরায় চলাফেরা এবং বসবাস শুরু করেন ভিল্কস। অথচ পুলিশের গাড়িতে থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সেই বিতর্কিত কার্টুনিস্ট।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

রাবির সোহরাওয়ার্দী হলে ডাস্টবিন দিলো কাউসার-সাচ্চু-ইমরুল পরিষদ

Share the post

Share the post সৈয়দ মাহিন,রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা, দুর্গন্ধ ও মাছির উৎপাত থেকে রক্ষার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ব্যক্তি উদ্যোগে ৪ টি ডাস্টবিন দিয়েছেন কাউসার-সাচ্চু-ইমরুল পরিষদ। তারা আসন্ন রাকসু নির্বাচনে সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনের একটি স্বতন্ত্র প্যানেল।আজ শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১ টায় হলের ১ম ব্লকের প্রতিটি ফ্লোরে একটি করে ডাস্টবিন […]

জাজিরায় রাতে ১৫ আগষ্ট পালন করে ফেইসবুকে পোস্ট ভোর রাতেই দুইজন গ্রেফতার।

Share the post

Share the postমোঃ আমির হোসেন,শরীয়তপুর : শরীয়তপুরের জাজিরা উপজেলায়  ১৫ রাতে  শেখ মুজিবুর রহমানের মৃ*ত্যুবার্ষিকী সথা ১৫  পালন করে  আওয়ামী স্লোগান দিয়ে  ফেইসবুকে প্রচার করায় দুইজনকে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ। জাজিরা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আজ ভোরে বিলাসপুরের কাজিয়ারচর এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ […]