ভালুকায় মারামারির ঘটনায় আচমকা শুভর নামে গুঞ্জন
আল আমিন ভালুকা, ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকায় ইফতার আয়োজনের ঘটনাকে কেন্দ্র করে সাগর আহম্মেদ ইমরানসহ ৩ বন্ধুকে কে মারধরের অভিযোগ উঠেছে একদল কিশোর গ্যাং এর বিরুদ্ধে। ভূক্তভোগী ইমরান ও তার বন্ধুরা উপজেলার উত্তর রাংচাপড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় ইমরানের বাবা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে ভালুকায় মডেল থানায় এক অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভরাডোবা ইউনিয়নের উত্তর রাংচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইফতারির আয়োজনের কথা বলে ভূক্তভোগী ইমরানসহ আহাদ মিয়া (১৭), সাঈম মিয়া (১৮) ও কাউছার মিয়া (১৮) কে ডেকে নেয়া হয়। পরে তারা সেখানে গিয়ে দেখে ইফতারির কোন আয়োজন না দেখে বিচলিত হয়ে পড়ে। এসময় অভিযুক্তরা ইমরান ও তার বন্ধুদের কাছে টাকা, মোবাইল ফোন চাইলে তারা এসব প্রদানে অস্বীকৃতি জানায়। এতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ভূক্তভোগীদের উপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদেরকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ ঘটনায় আহাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় ভালুকা সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যপারে শুভ জানান, ঘটনার দিন আমি আমার নিজ বাড়িতে ছিলাম। তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে “বিউটিফুল ভালুকা” নামে একটি পেজ আমাকে নিয়ে নানারকম কুরুচিপূর্ণ লিখা প্রকাশ করেছে। অথচ ওই বিষয়ে আমার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই।
স্থানীয়রা জানান, শুভ খুবই ভাল ছেলে এবং কলেজ পড়ুয়া শিক্ষার্থী। সম্প্রতি তার বাবা মারা গেছেন। মা আর ছোট ভাইয়ের সংসারের হাল এখন তার কাঁধে। বাড়ির পাশেই একটি ছোট্ট মুদি দোকানীর মাধ্যমে সংসারের জীবিকা ও লেখাপড়ার খরচ যোগিয়ে থাকেন শুভ।
তাছাড়া মারামারির ওই ঘটনায় থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছে, সেখানে সরাসরি কিংবা অজ্ঞাত স্থানেও সোহানুর রহমান শুভর নাম নেই। কেবলমাত্র একটি চক্র তার উঠতি বয়সকে বাধাগ্রস্থ করার লক্ষ্যে নেট দুনিয়ায় তার বিরুদ্ধে প্রভাব বিস্তারের প্রয়াস চালিয়েছে।