মঙ্গলবার থেকে আবার তাপমাত্রা কমে শীত নামতে পারে
সকাল হতে না হতেই রাতের যে হালকা শীত ছিল, তা উধাও। বেলা গড়াতেই সূর্য যেন গ্রীষ্মের খরতাপ নিয়ে হাজির। তিন দিন আগেও যে শীতের অনুভূতি ছিল, তা বোঝার উপায় নেই। গতকাল শনিবার রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকার মানুষের কেটেছে দিনভর এমন আবহাওয়ায় । আজ রোববারও একই ধরনের আবহাওয়া থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী মঙ্গলবার থেকে আবারও তাপমাত্রা কমে শীত নামতে পারে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে রংপুর ও সিলেট বিভাগের দু–একটি জায়গায়।
তাপমাত্রা বৃদ্ধি এবং কুয়াশা কমে আসায় রাজধানীর বায়ুর মানও কিছুটা উন্নতি হয়েছে। ১২ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত রাজধানীর বায়ুর মান ছিল খুবই খারাপ। বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান এয়ার ভিজ্যুয়াল তথ্য বলছে, গতকাল সকাল থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় ঢাকা ১৭তম অবস্থানে ছিল। এক সপ্তাহ আগেও ঢাকা ১ থেকে ৩ নম্বরে অবস্থান করছিল।