ভয়াবহ সন্তাসি হামলায় শিকার হয়েও ভুক্তভোগীর অভিযোগ গ্রহন করে নি থানা

Share the post

সাজ্জাদুল ইসলাম হৃদয়  ।।  (কুমিল্লা)     :    শশীদল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গঙ্গানগর গ্রামের মান্নান ড্রাইভারের বাড়ীর মোঃ শরীফুল ইসলাম (২০) এর উপর একই গ্রামের তৈয়ব আলীর ছেলে আনোয়ারের নেতৃত্বে গত রবিবার ৮ নভেম্বর সন্ধ্যা ৬ টায় ১০-১৫ সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়।

এসময় শরীফের বাবা আবু তাহের মিয়া ও মা তার ছেলে কে বাচাতে এলে শরীফ সহ তাদের কেও বেধড়ক মারধর ও ছুরিকাঘাত করে। শরীফের মাথায় চা পাতি দিয়ে জখম করে পালিয়ে যায়।

আহত অবস্থায় শরীফ ও তার মা বাবা ব্রাম্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। স্থানীয় বিভিন্ন সুত্রে জানা যায় যে সন্ত্রাসী আনোয়ার দীর্ঘদিন যাবত ইয়াবা ও মাদক ব্যবসায় সহ ভিবিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকার কারণে আনোয়ার সহ তার তিন ভাই, দেলোয়ার,উজ্জল, সালাউদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

কুখ্যাত মাদক কারবারী হওয়ার কারণে আনোয়ার ও তার তিন ভাই কে কিছুদিন পর পর ধাওয়া করে প্রশাসন।মাদক ব্যবসায়ী আনোয়ারের সন্দেহ তাদের মাদক ব্যবসায়ের বিরুদ্ধে প্রশাসনের কাছে তথ্য দিয়ে প্রশাসন কে সাহায্য করে, শরীফুল, এতে তাদের মাদক ব্যবসায়ের ব্যাপক ক্ষতিসাধন হয়।

আর এই সন্দেহেই আনোয়ার তার তিন ভাই সহ তাদের১০-১৫ জনের সন্ত্রাসী বাহিনী নিয়ে শরীফুল ইসলাম পরিবারের উপর আতর্কিত ন্যাক্কারজনক হামলা করে।

হামলায় আহত শরীফুল ইসলামের বিবৃতি নিয়ে জানা যায়, প্রতিদিনকার মতই তার দোকানে কর্মরত অবস্থায় ছিলো। হঠাৎ সন্ত্রাসী আনোয়ার বাহীনি দোকানে ঢুকে এলোপাথারি ভাবে ছুরিকাঘাত করে, এরপর সে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার পুর্বে সন্ত্রাসী আনোয়ারের সাথে তার তিন ভাই সহ আরো যারা ছিলো তারা হলেন একই গ্রামের, মাহিন,শাকিল,আরিফ, আওয়াল, শহীদ, শফিক, ও অহিদ সহ অন্যান্যরা।

আহত অবস্থায় শরীফ কে নিয়ে তার পরিবার পরিজন ব্রাম্মনপাড়া থানায় অভিযোগ কর‍তে গেলে, সেখানকার কর্মরত পুলিশ তাদের কে চিকিৎসা নিয়ে তারপরে অভিযোগ করার কথা বলে। পরবর্তীতে চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ করতে গেলে সেখানকার কর্মরত ডিউটি অফিসার মতিউর জানান ” এই বিষয় টি উপরের মহলে চলে গেছে, সুতরাং আমাদের কিছুই করার নেই” এমবতাবস্থায় শরীফুল ও তার পরিবার বারবার আকুতি মিনতি ও চেষ্টা করার পরেও থানায় অভিযোগ করতে পারেনি।

এই মুহুর্তে শরীফুল ও তার পরিবার বি-পাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত ও আশ্রিত অবস্থায় আছে। সন্ত্রাসী আনোয়ার বাহীনির আক্রমণ হুমকির ভয়ে তারা বাড়িতে ফিরতে পারছেন না।

এই বিষয়ে শরীফুল ইসলাম জানান ” তার জীবনের নিরাপত্তা ও বিচার চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ইবির জনসংযোগ দপ্তরের দায়িত্ব পেলেন মো. সাহেদ হাসান

Share the post

Share the postসুবংকর রায়, ইবি প্রতিনিধি : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের নতুন নিয়োগ দেওয়া হয়েছে। এতে পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাহেদ হাসান। আজ বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এমসয় অফিস আদেশে বলা হয়েছ- তথ্য, […]

কুমিল্লার মণ্ডপে কোরআন রাখা ব্যক্তির পরিচয় মিলেছে

Share the post

Share the postসিসি ক্যামেরার ফুটেজ দেখে ইকবাল হোসেনকে চিহ্নিত করা হয়েছে বলে কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ জানিয়েছেন। বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তিনি সংবাদমাধ্যমকে জানান, পুলিশের একাধিক সংস্থার তদন্তে এটা সম্ভব হয়েছে। ইকবালকে গ্রেপ্তারে গত কয়েক দিন ধরে চলছে জোর অভিযান।পুলিশ জানায়, রাত আড়াইটা থেকে ভোর সাড়ে ৬টার মধ্যে কুমিল্লার পূজামণ্ডপে কোরআন রাখা হয়। সে […]