ভোলার চর গাজিতে চাঁদাবাজির জেরে রাস্তা কেটে ফেলার অভিযোগ

Share the post

মোঃ সামিরুজ্জামান ভোলা প্রতিনিধি:ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর গাজি এলাকায় দুর্বৃত্তদের হাতে নবনির্মিত একটি চলাচলের রাস্তা কেটে ফেলার ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। সোমবার (২০ মে) সকালে সুমন বাহিনীর প্রধান সুমনের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি রাস্তার দুইটি অংশ কেটে ফেলে চলাচলের অযোগ্য করে তোলে বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী কামাল জানান, “সুমন বলেছে ২ লক্ষ টাকা না দিলে এই রাস্তা চলবে না, কেটে ফেলবে।” তিনি আরও বলেন, স্থানীয়রা বাধা দিতে গেলে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালায়।

এলাকাবাসীর অভিযোগ, সুমন ও তার বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বমূলক কার্যক্রম চালিয়ে আসছে। যেকোনো নতুন স্থাপনা বা উন্নয়নমূলক কাজ শুরু হলে তাদের কাছ থেকে চাঁদা দাবি করা হয়। স্থানীয় বাসিন্দা ফিরোজ বলেন, “আমরা রাস্তা কাটায় বাধা দিয়েছি, এখন চিন্তায় আছি কখন আবার আমাদের উপরে হামলা হয়।”

এ ব্যাপারে অভিযুক্ত সুমনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ জানান, “এ ঘটনায় ভেলুমিয়া তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

শিক্ষকের শাস্তির দাবিতে বোরহানউদ্দিনে শিক্ষার্থীদের জুতা মিছিল

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি:ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে উত্তাল জনতা ও শিক্ষার্থীরা। ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ ও জুতা মিছিল করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। ১৪ মে রাতে বোরহানউদ্দিন পৌর শহরের একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে বিদ্যালয়ের এক ছাত্রীসহ আপত্তিকর অবস্থায় ধরা পড়েন বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী […]

১৭ হাজার কোটি টাকায় ১১কিঃমিঃ ভোলা-বরিশাল সেতু

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, প্রতিনিধিঃ১৭ হাজার কোটি টাকায় নির্মিত হবে ১১ কিলোমিটার দীর্ঘ ভোলা-বরিশাল সেতু।প্রস্তাবিত ভোলা-বরিশাল সড়কে কালাবদর ও তেঁতুলিয়া নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্প বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানিয়েছে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৮ মে) বিকেলে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ তথ্য জানানো হয়। সভায় […]