ভোলায় জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধন
নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে ভোলায় জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) দুপুরে সদর রোড কে জাহান মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, যুগ্ম আহ্বায়ক রাইসুল আলম, যুবদলের সাবেক সভাপতি এনামুল হক , মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট সাজেদা চৌধুরী ও নিগারুন নাহার রিঙ্কু সহ অন্যান্য নেত্রীবৃন্দ।
বক্তারা সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণ ও নিপীড়নের ঘটনার তীব্র নিন্দা জানান। তারা দোষীদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি তোলেন।
মোঃ সামিরুজ্জামান,
ভোলা প্রতিনিধি