ভোলায় উপজেলা পর্যায়ে সরকারি সেবা বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

Share the post

মোঃ সামিরুজ্জামান, চ্যানেল ২১,ভোলা : ভোলা সদর উপজেলায় সরকারি সেবাসমূহ জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে “উপজেলা পর্যায়ে সরকারি বিদ্যমান সেবাসমূহ সম্পর্কিত ওরিয়েন্টেশন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই কর্মশালার আয়োজন করে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তুষার কান্তি দে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান। সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন জিজেইউএস-এর পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মো. হুমায়ুন কবীর। স্বাগত বক্তব্য দেন উপ-পরিচালক গোপাল চন্দ্র শীল, এবং সঞ্চালনা করেন পরিবেশ কর্মকর্তা মনসুর আলম সিকদার।

জিজেইউএস পিপিইপিপি-ইইউ প্রকল্পের কারিগরি কর্মকর্তা মুহাম্মাদ মাসুম বিল্লাহ প্রেজেন্টেশন ও ভিডিওর মাধ্যমে পিপিইপিপি-ইইউ প্রকল্পের উদ্দেশ্য, কাঠামো এবং মাঠপর্যায়ে বাস্তবায়ন কৌশল এবং প্রকল্পের অর্জনসমূহ তুলে ধরেন। কর্মশালায় প্রোগ্রাম অফিসার শালিক আহম্মেদ সহ অন্যান্য সহকারী কারিগরি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টেশন কর্মশালার আলোচনার মূল বিষয় ছিল সরকারি সেবাসমূহ সম্পর্কে অবহিতকরণ, বিভাগীয় সমন্বয়ের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং কৃষি, স্বাস্থ্য, সমাজসেবা ও প্রাণিসম্পদ খাতে স্থানীয় পর্যায়ে সেবার ভূমিকা।

কর্মশালায় সরকারি সেবার গুণগত মান উন্নয়ন এবং জনগণের কাছে সেবা পৌঁছানোর কার্যক্রম জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। এই উদ্যোগ ভোলার জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সাতক্ষীরা দেবহাটায় মাছের ঘেরে তরমুজ চাষ, কৃষকের মুখে হাসি

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা দেবহাটা উপজেলায় নোনা পানির মিশ্র মাছের ঘেরের উপরে দূর থেকে দেখলে মনে হবে সবুজ পাতার ছায়ায় ঝুলছে রঙিন ফলের মালা। কাছে গেলে বোঝা যায়, এগুলো অসময়ের তরমুজ। নিচে মিঠে ও লোনা পানির মিশ্র ঘেরে মাছের খেলা। ওপরে মাচায় ঝুলছে সুপ্রিম হানি, তৃপ্তি, ব্ল্যাক বেবি, সুগারকুইন আর […]

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন

Share the post

Share the postমো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫। ১২ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার […]