ভিবিডি টাঙ্গাইল জেলার ভলেন্টিয়ার এর কার্যক্রমে একটি দর্শনীয় স্থান পরিষ্কার কর্মসূচি
মোঃ আদিব রহমান ।। টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল জেলার ভিবিডি টিমের কার্যক্রম এর ফলে অন্যতম দর্শনিয় স্থান এসপি পার্ক কে পলিথিন ও বর্জ মুক্ত করতে ১৬ অক্টোবর রোজ শুক্রবার মাঠে নেমেছিল ভিবিডি টাঙ্গাইল এর ভলেন্টিয়াররা.পরিবেশ সুস্থ রাখার জন্য মানুষের মাঝে জনসচেতনতা তৈরিতে তারা প্লে কার্ড ব্যবহার করে ।প্লাস্টিকের বিরুদ্ধে তারা জিরো টলিরেন্স লিখা প্লে কার্ড ব্যবহার করেন। প্রায় ৩০ জন ভলেন্টিয়ার এর সাহায্যে দুটি টিমে বিভক্ত হয়ে তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সক্ষম হয় উক্ত মিলনায়তন কে বর্জ মুক্ত করতে।
টাঙ্গাইলের পুলিশ কন্ট্রোলার স্যার (স্যার আরিফুল ইসলাম)ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য (ফরহাদ ভাই) ভিবিডি এর সমস্ত ভলেন্টিয়ার এর পাশে থেকে উক্ত ইভেন্ট কে সফল করার নানান সাহায্য সহযোগিতা করেন অনুপ্রেরণা দেন। প্রায় ৩ হাজার মানুষের দৈনিক ব্যবহৃত প্রফুল্লতার এ মিলিনায়তন নিয়মিত পরিচ্ছন্ন রাখার আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ।
ভিবিডি টিমের ভলেন্টিয়ার এভাবেই আরো ভালো কাজ করে যেতে চাই এই আশা ব্যক্ত করেন। ইনশাল্লাহ ভিবিডি টাঙ্গাইল টিম আর ভালো ভালো কাজ করে কাজের ধারাবাহিকতা বজায় রাখবে আশা ব্যক্ত করছি |