ভালুকায় সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে নিহত-২, আহত-৩

Share the post

আল আমিন ,ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি :  ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে লাল মিয়া(৩২) ও রোকেয়া আক্তার(৫০) নামে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে আরও তিনজন। শুক্রবার সকালে ভালুকা-গফরগাঁও সড়কের উপজেলার নন্দীবাড়ী এলাকায় গোয়ারী দাখিল মাদ্রাসার সামনের এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত দপ্তরী লাল মিয়া উপজেলার পূর্ব ভালুকা আজগর আলীর ছেলে এবং শিক্ষিকা রোকেয়া আক্তার একই এলাকার সুর্যত আলীর স্ত্রী।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, গফরগাঁও সড়কে ভালুকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গফরগাঁওগামী একটি  সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লাল মিয়ার মৃত্যু হয় এবং সিএনজি’র চালক সহ তিনজন আহত হয়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশংকাজনক অবস্থায়  উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রোকেয়া আক্তার মারা যায়। অন্য তিনজন  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহতরা হলেন, এ ঘটনায় নিহত লাল মিয়ার স্ত্রী তাসলিমা (২৫), জোৎস্না আরা ও সিএনজি চালক রোমান।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, মাইক্রোবাস সিএনজি সংঘর্ষের ঘটনায় ২ জন মারা গেছেন এবং ৩ জন আহত হয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ভালুকায় ভাড়াটিয়ার ছুরিকাঘাতে বাড়ির মালিক খুন: গ্রেফতার ১

Share the post

Share the postআল আমিন,ভালুকা (ময়মনসিংহ):ময়মনসিংহের ভালুকায় প্রতিবেশী ভাড়াটিয়ার ছুরিকাঘাতে রফিকুল ইসলাম রতন (৪০) নামে এক বাড়ির মালিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক চুন্নু মিয়া (৪২) কে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর লবণকোঠা এলাকায় তাইজুদ্দিনের চায়ের দোকানে এ ঘটনাটি ঘটে। নিহত রতন ওই এলাকার মৃত মিয়াজ […]

ভালুকায় ৫ বছরের ধর্ষিতা শিশু আজ মৃত্যুপথযাত্রী

Share the post

Share the postআল আমিন, ভালুকা (ময়মনসিংহ):সম্প্রতি ময়মনসিংহের ভালুকায় ৫ বছরের কন্যা শিশুকে ধর্ষনের ঘটনায় আনারুল (৩৫) কে গণপিটুনি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এমন নেক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ বিরাজ করছে স্থানীয় জনমনে। অভিযুক্ত আনারুল ও ভূক্তভোগী শিশু কন্যা উপজেলার উথুরা ইউনিয়নের হাতীবেড় এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার […]