ভালুকায় তোফাজ্জল হত্যা কাণ্ডে হাসিনা, কাদেরসহ ২৪৫ জনের নামে মামলা
আল আমিন, ভালুকা (ময়মনসিংহ):গত বছরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহের ভালুকায় তোফাজ্জল হোসেনকে কুপিয়ে হত্যা করায় ২৪৫ জনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মো: কাছম আলীর ছেলে শরীফ মিয়া বাদী হয়ে ভালুকা মডেল থানায় এ মামলাটি করেন।