বোয়ালখালীতে কমিউনিস্ট পার্টির সম্মেলন অনুষ্টিত
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বোয়ালখালী উপজেলা কমিটির সম্মেলনে সমাজতন্ত্রের লক্ষে বিপ্লাবী গণতান্ত্রিক পরিবর্তন সাধন করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানানো হয়েছে ।
শনিবার (২২ জানুয়ারী) বিকালে উপজেলা সদরস্থ পার্টি কার্যালয়ে অনুষ্টিত সম্মেলনে এ আহবান জানানো হয় ।
কমরেড নজরুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা কমিটির সহ সম্পাদক নুরুচ্ছফা ভূইয়া। কমরেড সুকান্ত শীলের পরিচালনায়
সম্মেলনে বক্তব্য রাখেন কমরেড অধ্যাপক কানাই দাশ ।
সম্মেলনে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক সেহাবউদ্দিন সাইফু। প্রতিবেদনের উপর আলোচনা করেন এডভোকেট শৈবাল আদিত্য,মহিবউল্লাহ খান,প্রবীর দাশ
পুজন,জসিম উদ্দিন,অনুপম বড়–য়া পারু,মৃত্যুঞ্জয় দাশ,সঞ্জয় চক্রবর্তী, মফিজুর রহমান,সুদর্শন দাশ প্রমুখ।
সম্মেলনের নির্বাচনী অধিবেশনে কমরেড নজরুল ইসলাম আজাদকে সভাপতি কমরেড সেহাব উদ্দিন কে সাধারণ সম্পাদক কমরেড অনুপম বড়য়া পারুকে সহ সাধারণ সম্পাদক করে
১১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয় ।