বিশ্বের নিরাপদ স্বাস্থ্য সম্মত শহর মদিনা”
মোহাম্মদ রেজাউল করিম (চট্টগ্রাম প্রতিনিধি): সৌদিআরবের পবিত্র “মদিনা” শহর বিশ্বের নিরাপদ স্বাস্থ্য সম্মত নগর হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ এইচ ও এই স্বীকৃতি প্রদান করে। সংস্থার প্রতিনিধি দলটি পবিত্র মদিনা শহর পরিদর্শন করে এই শহরের মনোরম পরিবেশ, আবহাওয়া, জন জীবনের বৈচিত্র্য ইত্যাদি বিশ্লেষণ করে স্বাস্থ্যকর শহরের বৈশ্বিক মানদণ্ডের বিবেচনায় সবকিছুই বাস্তবায়ন আছে বলে রিপোর্ট প্রদান করে। পবিত্র এই নগরীতে বাস করেন ২০ লাখ মানুষ। রাতে আলোকসজ্জা ছাড়াই মদিনাকে সাধারণ আলোয় এক অনন্য আলোকসজ্জার শহর মনে হয়। মদিনা শহরের সৌন্দর্যকে অলংকৃত করেছে মসজিদে নববী। এ ছাড়া মদিনার সুপরিকল্পিত রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা এতটাই উন্নত যে, মনে হবে ছবির মতো সাজানো। ২২টিরও বেশি সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ জরিপ কাজে সহায়তা করেছে। এসব সংস্থাকে প্রযুক্তিগত সহায়তা করে স্থানীয় তায়্যিবা বিশ্ববিদ্যালয়ের প্রধান ড. আবদুল আজিজ আসারানি ২২টি সরকারি সংস্থা, সামাজিক সংগঠন, দাতব্য সংস্থা ও স্বেচ্ছাসেবক দলের একশ’ প্রতিনিধি দলের প্রধান হিসেবে কাজ করেন।বিশ্বস্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যকর শহরের তালিকায় থাকা এটিই প্রথম জনবহুল শহর। সূত্র: আরব নিউজ (২৪ শে জানুয়ারি সোমবার)