বারহাট্টা হাফিজিয়া দারুন উলুম মুহিউসসুন্নাহ মাদ্রাসার পরিস্থিতি

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোনা বারহাট্টা উপজেলায় এক সময়ের জমজমাট মাদ্রাসাটি ২০০০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন, মাওলানা মাকসুদুর রহমান ও হাফেজ তোফাজ্জল হোসেন এ সময়ে মাদ্রাসার অবস্থা নাজুক ছিল। এর পর মাদ্রাসা কমিটি মুহতামিম নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন। জরাজীর্ণ এতিমখানা মাদ্রাসার পত্রিকার বিজ্ঞপ্তি দেখে মাওলানা আনোয়ার হোসেন মুহতামিম হিসেবে আবেদন করেন। যাছাই বাছায়ের মাধ্যমে মহিউছুন্নাহ দারুণ উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার কমিটি মাওলানা আনোয়ার হোসেন কে নিয়োগ দেন। ২০১৬ সালের জানুয়ারি থেকে মুহতামিম এর দায়িত্ব পালন করে আসছে।
২০১১ থেকে ২০১৬ পর্যন্ত ভারপ্রাপ্ত মুহতামিম হিসেবে দায়িত্বে ছিলেন হাফেজ তোফাজ্জল হোসেন।মাওলানা আনোয়ার হোসেন এই প্রতিষ্ঠানে এসে উত্তর দিকের জরাজীর্ণ ঘরটিতে ২৫ থেকে ৩০ জন ছাত্র ও ৫ জন শিক্ষক পেয়েছেন। তাদের নিয়েই তিনি পাঠদান শুরু করেন। মাওলানা আনোয়ার হোসেন বলেন, আমি এই মাদ্রাসায় যোগদানের সময় শুধু নামে মাত্র হেফজ খানা চালু ছিল। বর্তমানে এই প্রতিষ্ঠানে কিতাব খানা চালু রয়েছে। আমি এসে মাদ্রাসাকে বেফাক বোর্ডে অন্তর্ভুক্ত করেছি ও পরিক্ষা কেন্দ্র করেছি। বর্তমানে এই মাদ্রাসায় ১৪০ জন ছাত্র রয়েছে। প্রতিদিন ৯০ জন ছাত্র এই প্রতিষ্ঠানের বোর্ডিংয়ে তিন বেলা খাওয়া দাওয়া করে। বর্তমানে বাবুর্চি ১ জন ও শিক্ষক ৯ জন দায়িত্বে রয়েছে । আমি আসার পর মাদ্রাসায় বিগত দিনের কোন হিসাব পায়নি। শুধু এতিমখানার একাউন্টে ২৭ হাজার টাকা ছিল। বর্তমানে এই মাদ্রাসার একাউন্টে ৪৭ লক্ষ টাকা উপরে রয়েছে। আমি সবার সহযোগিতায় দুটি বড় ক্লাস রুম ও একটি মার্কেট করেছি। মার্কেট থেকে প্রতি মাসে ১০ হাজার টাকা ভাড়া আসে।
আমি এই প্রতিষ্ঠানে আসার পর মাদ্রাসার স্বার্থে প্রতিটি রাজনৈতিক দলের সাথে সম্পর্ক রেখে চলার চেষ্টা করেছি। বিগত দিনে এই এতিমখানার ৪০ জন ছাত্র কে সরকারি ক্যাপিটেশনের আওতায় এনেছি।মানুষ হিসেবে আমার ভুল থাকতে পারে কিন্তু প্রতিষ্ঠানের ক্ষতি হোক এমন কোন কাজে নিজেকে সম্পৃক্ত করিনি। এর পর মাওলানা আনোয়ার হোসেন মাদ্রাসার উত্তরোত্তর উন্নতির জন্য সবার সহযোগিতা কামনা করেন। যাতে এই প্রতিষ্ঠান টি খুব দ্রুত সময়ে দাওরায়ে হাদিস পর্যন্ত নিয়ে যেতে পারেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নেত্রকোনার বারহাট্টায় ৪ আগস্ট ছাত্রদের মিছিলে গুলির মামলায় যুবলীগ নেতা আটক

Share the post

Share the postসোহেল খান দূর্জয়, নেত্রকোনা : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে ৪ আগস্ট গুলি বর্ষণ ও মারপিট করার মামলায় যুবলীগ নেতা আননান (৩৯) কে আটক করেছে বারহাট্টা থানা পুলিশ।শুক্রবার রাতে( ২৫ অক্টোবর) বাউসী এলাকায় একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান। আননান ওরফে আদনাল নেত্রকোনা […]

নেত্রকোনায় বিএনপি নেতা হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

Share the post

Share the postসোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোনার পূর্বধলায় বিএনপি নেতা এরশাদ আলী খন্দকার হত্যা মামলায় এক আওয়ালী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এরশাদ আলী উপজেলার নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও নরনায়ণপুর গ্রামের বাসিন্দা ছিলেন।এরশাদ আলীকে হত্যা মামলায় সাবেক সাংসদ, সাবেক উপজেলা চেয়ারম্যান, বর্তমান দুই ইউপি চেয়ারম্যান, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি, সাংসদের দুজন ব্যক্তিগত সহকারীসহ […]