বাগেরহাটে ইয়াবা সহ আটক দুই
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ২ শ’ পিচ ইয়াবা সহ আপন দুই ভাইকে আটক করেছে পুলিশ। আটককৃত দুই ভাই রনি হাওলাদার (৩২) ও হাসান হাওলাদার (২৭)। তারা বারইখালী ১ নং ওয়ার্ডের আব্দুস ছালাম হাওলাদারের ছেলে। মঙ্গলবার রাত ৯ টার দিকে বারইখালী ফেরিঘাট এলাকার তাদের বাড়ির সামনে থেকে দুই ভাইকে আটক করা হয়।
থানার ওসি তদন্ত ঠাকুরদাস মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে দুই ভাইয়ের কাছ থেকে ৪ প্যাকেটে ২শ’ পিচ ইয়াবা সহ আটক করা হয়। এ ঘটনায় রাতেই মাদক আইনে মোরেলগঞ্জ থানায় মামলা হয়েছে।