বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে ছাত্র অধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মাসুদ পারভেজ, স্টাফ রিপোর্টার,টাঙ্গাইল : আজ ১৭ ই ফেব্রুয়ারি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর প্রতিষ্ঠা বার্ষিকী। এবার অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সারা দেশের মতোই টাঙ্গাইল জেলা নানা কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। টাঙ্গাইল জেলা শাখা সহ, টাঙ্গাইল জেলার ১২ টি উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। টাঙ্গাইল জেলা শাখাসহ প্রত্যেক উপজেলায় ইউনিট কেক কেটে উদযাপন অনুষ্ঠান শুরু করেন। এছাড়াও জেলা শাখা সহ বিভিন্ন উপজেলায় অন্যান্য কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। টাংগাইল জেলা ছাত্র অধিকার পরিষদ এর আয়োজনে এবং টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের সহযোগিতায় এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে খাবার পরিবেশন এবং ভ্রাম্যমান, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেন শহরের বিভিন্ন জায়গায়। এছাড়াও টাঙ্গাইল জেলা শাখা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
পরবর্তীতে সংগঠনটির নেতাকর্মীরা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী হুজুরের মাজার জিয়ারত করেন ও সংগঠনের সার্বিক উন্নতির জন্য দোয়া প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সভাপতি কাওছার আহমেদ ও সাধারণ সম্পাদক মো: আলিফ সহ সংগঠনটির প্রায় শতাধিক নেতাকর্মী। এছাড়া উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মাসুদুর রহমান রাসেল ও সদস্য সচিব শামীমুর রহমান সাগর সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকালে সভাপতি কাওছার আহমেদ বলেন, ‘কোটা নামক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার মাধ্যমে যাত্রা শুরু হয় ছাত্র অধিকার পরিষদ এর। পরবর্তীতে ছাত্র তথা গণমানুষের অধিকার আদায়ে এখনো পর্যন্ত হামলা-মামলা নির্যাতন সহ্য করে কাজ করে যাচ্ছে এই সংগঠন। এভাবেই নানা ষড়যন্ত্র উপেক্ষা করে এগিয়ে যাবে ছাত্র অধিকার পরিষদ।’