বরিশালে রেড জোনের অন্তর্ভুক্ত নগরীর ১২ ও ২৪ নং ওয়ার্ডের লকডাউন প্রস্তুতি সভা সম্পন্ন
শাওন অরন্য.সিনিয়র নিউজ রিপোর্টার.বরিশাল। এই প্রস্তুতি সভায় স্বেচ্ছাসেবকদের সাথে মতবিনিময় করেন মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। গতকাল বরিশালে রেড জোনের অন্তর্ভুক্ত নগরীর ১২ ও ২৪ নং ওয়ার্ডের লকডাউন প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।

এই প্রস্তুতি সভায় স্বেচ্ছাসেবকদের সাথে মতবিনিময় করেন মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্।এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম (বার) যুক্ত হয়ে স্বেচ্ছাসেবকবৃন্দকে লকডাউন চলাকালীন তাদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে ধারণা দেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম (বার) বলেন, স্বেচ্ছাসেবক হিসেবে যারা দায়িত্ব পালন করবেন তাদের সবার আগে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। গ্লাফ্স ও মাস্ক পরিধান করতে হবে।
