বরিশালে বার্ষিক বনভোজন সম্পন্ন করল ফেসবুক গ্রুপ ভালো-মন্দ

শাওন অরন্য (বরিশাল প্রতিনিধী): গতকাল বরিশালের ভালো-মন্দ ফেসবুক গ্রুপের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হল। বরিশালের ভালো-মন্দ ফেসবুক গ্রুপ দেখতে দেখতে তিন বছরে পদার্পণ করল। তিন বছর পূর্তি উপলক্ষ্যে রহমতপুর কৃষি গবেষনা ইনষ্টিটিউটে সকলের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে এক প্রানবন্ত বনভোজন আয়োজন করা হয়। উক্ত বনভোজনে গ্রুপের এডমিন, মডারেটর এবং সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও লাকি কুপন ড্র এর আয়োজন করা হয়। বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরন ও সভাপতির বক্তব্যের মাধ্যমে বনভোজনের সমাপ্তি করা হয়।