বরিশালের সাবেক মেয়র কামালসহ ৫ জনের ৭ বছর কারাদণ্ড
অর্থ আত্মসাৎ মামলায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামালসহ পাঁচজনকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার বিকেলে বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মহসিন উল হক আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।রায়ে কামাল ও ঠিকাদার জাকির হোসেনকে এক কোটি টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন তৎকালীন বরিশাল পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী মো. ইছাহাক,সহকারী প্রকৌশৈলী খান মো. নুরুল ইসলাম,উপ-সহকারী প্রকৌশলী আব্দুস ছাত্তার।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৯৯৫-৯৬ সালে বরিশাল টিএন্ডটির ভূ-গর্ভস্থ ক্যাবল স্থাপনের সময় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে পৌরসভা কর্তৃপক্ষকে ৪৫ লাখ টাকা প্রদান করা হয়। কিন্তু কোনো প্রকার টেন্ডার আহ্বান না করে এবং রাস্তার কাজ না করেই হাই ইয়ং নামে একটি কথিত ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে চারটি চেকের মাধ্যমে ৩৯ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেন আসামীরা। বাস্তবে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের কোন অস্তিত্ব পাওয়া যায়নি।
এ ঘটনায় ২০১০ সালের ১১ অক্টোবর জেলা দুর্নীতি দমন কর্মকর্তা মো. আব্দুল বাসেত বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আব্দুল বাসেত ২০১১ সালের ১৯ জুলাই পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে এই মামলার অভিযোগপত্র জমা দেন।
পরে বিভাগীয় স্পেশাল জজ আদালতে ২৬ জনের মধ্যে ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক উপরোক্ত রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পরপরই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দণ্ডপ্রাপ্ত আসামিদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে পুলিশ।